X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসের কারণে স্থগিত ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৩:০৬আপডেট : ১০ মার্চ ২০২০, ১৬:৫৮

করোনা ভাইরাসের কারণে স্থগিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ অবশেষে বাংলাদেশেও করোনা ভাইরাস শনাক্ত হলো। কালক্ষেপণ না করে স্থগিত করা হলো ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটির মুক্তির পূর্ব সিদ্ধান্ত।
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ ছবিটি ১৩ মার্চ পর্দায় আসার কথা ছিল। নির্মাতা জানান, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কারণে ছবিটি মুক্তির বিষয় স্থগিত করা হলো অনির্দিষ্ট সময়ের জন্য।

উজ্জ্বল বলেন, ‘‘আমরা জানি দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই মানুষকে সিনেমা হল কিংবা কোনও বড় জমায়েতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করতে চাই না। আমরা বিশ্বাস করি, ইতোমধ্যে আপনারা যে ভালোবাসা ‘ঊনপঞ্চাশ বাতাস’-কে দিয়েছেন, তা অক্ষুণ্ণ থাকবে।’’

এদিকে মুক্তির বিষয়টি কবে হবে এ প্রসঙ্গে জানান, ‘এটি নির্ভর করছে করোনা ভাইরাস আগামী দিনগুলোতে দেশের মানুষের ওপর কেমন প্রভাব ফেলে, সেটার ওপর।’

পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

সিনেমাটির প্রধান চরিত্র নিরা ও অয়নের দুটি চরিত্র রূপায়ণ করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!