X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

অস্ত্রোপচার করতে জার্মানি যাওয়া হলো না সুমনের

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৭:৩৪আপডেট : ২৪ মার্চ ২০২০, ০০:২০

সুমন। ছবি- সাজ্জাদ হোসেন শারীরিকভাবে গুরুতর অসুস্থ অর্থহীন ব্যান্ডের গায়ক ও দেশসেরা বেজ গিটারিস্ট সুমন। বেশ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা এ সংগীতশিল্পীর মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচার করার কথা ছিল গত ১৯ মার্চ।
আর এর জন্য জার্মানি যেতে হতো তাকে। তবে সেটি হয়নি। কারণ, করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ব।

বেজবাবা হিসেবে খ্যাত এ গায়ক বলেন, ‘আমার এই মাসের ১৮ তারিখ জার্মানি যাওয়ার কথা ছিল সার্জারির জন্য। তবে সেখানের অবস্থা ভালো না। আসলে গোটা পৃথিবীর অবস্থাই খারাপ। আমার শরীরের অবস্থাও ভালো না, সার্জারিটা জরুরি। তারপরেও যাওয়ার চেষ্টা করিনি।’

এ অস্ত্রোপচার বিফল হলে পঙ্গুত্ববরণ করতে হবে সুমনকে। তারপরও এটা এতটাই জরুরি যে সেটা করতেই হবে। কিন্তু আপাতত তাও সম্ভব হচ্ছে না।

দেশের এমন পরিস্থিতিতে ভক্ত-শ্রোতাদের আহ্বান জানিয়ে সুমন বলেন, ‘আপনারাও একটু চেষ্টা করেন, অতিরিক্ত দরকার ছাড়া বাসা থেকে না বের হওয়ার। ছুটি, আড্ডা, অনুষ্ঠান, কক্সবাজার, নীলগিরি—এই অবস্থা শেষ হওয়ার পরেও থাকবে। বরং আমরা নিজেরাই অসাবধান হলে ভবিষ্যতে নাও থাকতে পারি। চলুন আরেকটু দায়িত্ববান হই।’
সুমন সর্বশেষ গত ৭ মার্চ জয় বাংলা কনসার্টে ঘোষণা ছাড়াই মঞ্চে আসেন। কনসার্টে সুমন
ফুয়াদের অনুরোধে তখন তিনি পরিবেশন করেন ‘মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার’ ও ‘গাইবো না আর কোনও গান তোমায় ছাড়া’ গান।
পুরোটা সময় ক্র্যাচে ভর করে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেদিন মঞ্চে থাকা ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস সদস্যদের ধন্যবাদ দিয়ে স্থির গলায় বলেন, ‘হয়তো এটাই আমার শেষ কনসার্ট। শেষ মঞ্চে ওঠা।’

এরপর থেকেই ভক্তরা সুমনের সফল অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
আহত শাবনূর
আহত শাবনূর
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান