X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সুমনের ‘মমতা’ রাগ

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৫:১৮আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৭:১১

সুমন ও মমতা করোনা সামলে দিতে অবিরত কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে মুগ্ধ ভারতের জীবনমুখী গানের পুরোধা কবীর সুমন।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্যে বেঁধেছেন সংগীতের রাগ। নাম দিয়েছেন ‘মমতা’। তৈরি করেছেন গানও।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রখ্যাত বাঁশিবাদক আচার্য পান্নালাল ঘোষের সৃষ্টি রাগ ‘নূপুরধ্বনি’র সঙ্গে শুদ্ধ ‘ধৈবত বা ধা’ জুড়ে বছর দুয়েক আগে সুমন একটি রাগ বানিয়েছিলেন। নাম রেখেছেন ‘মমতা’।

করোনা মোকাবিলায় ছুটে চলা মমতাকে নিয়ে লিখেছেন গানও। এর কথাগুলো এমন—‘তোমাকে দেখি সময়ের সাথে আছো ঠায়, তোমাকে শুনি এই রাগে এই মমতায়/ তোমাকে পাই আটপৌরের সাবলীলে, তুমি রয়েছো মানুষের পাশে, রাস্তায়/ তোমাকে দেখি সহজ শ্যামল দেশে তুমি, তোমাকে দেখি আমার গানের পটভূমি।’

সুমন জানান, ২৭ মার্চ এই গানটি লেখেন তিনি। ‘মমতা’ রাগটি অবশ্য নতুন নয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়নের কাজ চলছে তার প্রশংসা করে বছর দুয়েক আগে রাগটি তৈরি করেছিলেন তিনি।

এদিকে কলকাতা করোনা আক্রান্ত হওয়ার পর নানা ধরনের উদ্যোগ নিয়ে চলেছেন মমতা। প্রতিদিনই হাট-বাজারসহ দরিদ্রের পাড়ায় এসে হাজির হচ্ছেন তিনি। করছেন নানা রকম সহযোগিতা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা