X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে খাদ্যসামগ্রী পেলেন অসচ্ছল চলচ্চিত্র শিল্পীরা

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১৮:২৮আপডেট : ৩১ মার্চ ২০২০, ২০:৪৩

খাদ্যসামগ্রী বিতরণে জায়েদ ও মিশা (বামে), পাশে একসময়কার নায়িকা বনানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আজও (৩১ মার্চ) বিএফডিসিতে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এতে সমিতিকে সহযোগিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরো বিষয়টি তত্ত্বাবধান করেছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। পাশাপাশি পুরো এলাকায় ব্যাপকভাবে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

জানা যায়, আজ ২০০ জন শিল্পীকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। যেখানে অর্থায়ন করেছে শিল্পী সমিতি ও স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অসচ্ছল শিল্পীদের পাশে থাকতে। আজকেও আমরা সমিতির পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করেছিলাম। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও আমাদের জন্য আশীর্বাদরূপে এসেছেন। তিনিও বেশ কিছু সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন।’

এদিকে দেশে করোনা সংক্রমিত হওয়ার পর চলচ্চিত্রের কাজ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের শিল্পীরা। তাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে নিয়মিত যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এর আগে চিত্রনায়ক অনন্ত জলিলের দেওয়া ত্রাণ দু’দফায় বিতরণ করেছিল সমিতি। এবার নিজেদের অর্থায়ন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় খাদ্যসামগ্রী দিলেন তারা।

জায়েদ জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!