X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এভ্রিলকে নিয়ে চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১৫:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২০:১১

ছবিটির পোস্টারে এভ্রিল ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট তুলে দেওয়া হয় জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়। ঠিক দু’দিন পর কেড়ে নেওয়া হয় সেটি। বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় আরেকজনকে। এভ্রিলের বিরুদ্ধে অভিযোগ বিয়ে গোপন করার। 

কিন্তু এটাই কি শেষ কথা? সেটাই এবার উঠে আসবে চলচ্চিত্রে।
জীবনের প্রায় প্রতিটি অধ্যায়ে নির্যাতন আর যৌন হয়রানির শিকার হয়ে বড় হওয়া এভ্রিলকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন নির্মাতা নোমান রবিন। এর নাম ‘মিস হোও (বাজে নারী) বাংলাদেশ’।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এভ্রিল নিজেই। ইতোমধ্যে তৈরি করা হয়েছে ছবিটির পোস্টার।
নোমান রবিন জানান, প্রথমদিকে এভ্রিল এতে অভিনয় করতে চাননি। পরে সব গুছিয়ে ঠিক করা হয়েছে। কাজও অনেকদূর এগিয়েছে। তবে প্রযোজকের অভাবে আপাতত এটি বন্ধ আছে।
তিনি বলেন, ‘আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। গোপন ক্যামেরা দিয়ে এভ্রিলের প্রাক্তন বরের ৩ ঘণ্টা ইন্টারভিউ নেওয়া হয়েছে। এভ্রিল ও তার মা-বাবা, ভাই, এলাকাবাসীর ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ইন্টারভিউ রেকর্ড করা হয়েছে। অ্যাকাডেমিক সার্টিফিকেট, বয়স বাড়িয়ে নেওয়া সেই বাল্যবিয়ের কাবিননামা, ইত্যাদি কর্মযজ্ঞ করেই তবে স্ক্রিপ্ট লেখা হয়েছিল। লগ্নিকারক অত্যন্ত দায়িত্বশীল এবং একজন ভদ্রলোক হলেও বিধিবাম; তার পরিবার এতে বাধা হয়ে দাঁড়ালো। তাই দুর্দান্ত গতিতে শুরু হওয়া প্রজেক্ট হঠাৎ আটকে গেছে!’
তবে নোমান রবিন বাংলা ট্রিবিউনকে আরও জানান, প্রযোজক পেলে করোনা ক্রাইসিসের পর আবারও এটির কাজ শুরু করতে পারেন তিনি। তখন ছবির অন্য চরিত্রদেরও সামনে আনা হবে। তবে এই বন্ধের মধ্যে কিছু কাজও এগিয়ে নিতে চান তিনি।
জানা যায়, এ ছবির মাধ্যমে এভ্রিলের অনেক অজানা তথ্য যেমন সামনে আসবে, তেমনি অনেক অপবাদের জবাবও পাওয়া যাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু