X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে গান, সামনে এলেন একঝাঁক টলিউড তারকা

বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ১৩:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:২৮

নুসরাত, যিশু, শ্রাবন্তি, অঙ্কুশ ও পাওলি এর আগে মহামারি করোনা নিয়ে টলিউডে তৈরি হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালক অরিন্দম শীলের সে কাজে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, দেব ও রুক্সিনী।

এবার একই ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে তৈরি হলো গানের ভিডিও ‘এই বাংলা আমার হাসবে আবার’। এটি নির্মাণ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
ভিডিওটিতে হাজির হয়েছেন পাওলি দাম, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তি চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা ব্যানার্জি, নুসরাত জাহানসহ অনেকে। প্রত্যেকেই নিজ নিজ বাসা থেকে এতে অংশ নিয়েছেন। এমনকি গিটার ও ড্রামসের পেছনে ছিলেন পরমব্রত ও যিশু।
গানটির কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন শাশ্বত সিংহ ও নিকিতা গাঁধি। আর সুর সংগীতে আছেন অরিন্দম। করোনা মানেই মৃত্যু নয়, ভয় নয়, বাধা-বিপত্তি কাটিয়ে এক নতুন সকাল আসবে ঠিক—এই বার্তাই দেওয়া হয়েছে এতে।

একেবারে শেষে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভয় নয়, করোনাকে জয় করার কথা বলেন তিনি। নিজের লেখা কবিতা আওড়ে মমতা বলেন, ‘দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই জব্দ।’

গানের ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র