X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘরে বসেই নির্মাণ, থাকছেন চলচ্চিত্রের ১২ তারকা

বিনোদন রিপোর্ট
০৯ মে ২০২০, ১৫:৪২আপডেট : ০৯ মে ২০২০, ১৮:৫২

চলচ্চিত্রের তারকারা করোনায় ঘরবন্দি তারকাসহ সবাই। তবে সে অবস্থা থেকেই এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
নির্মিত হচ্ছে ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে অভিনয় করছেন সিনেমার জনপ্রিয় ১২ তারকা। এদের মধ্যে আছেন ইমন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি জানান, সিরিয়াস কমেডির মাধ্যমে এই স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে সচেতনতামূলক বার্তাও।

নির্মাতার ভাষ্যমতে, ‘কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়, এটা দায়বদ্ধতার কাজ। আর এজন্য শিল্পীরাও কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ হবে। তাই তারাও এ কাজে সহযোগিতা করছেন। ইতোমধ্যে ছবির পাণ্ডুলিপি শিল্পীদের কাছে পাঠিয়ে দিয়েছি। তাদের পরিবারের মানুষজনই ক্যামেরা চালাবেন। আমি সর্বদা ফোনে তাদের সঙ্গে যুক্ত থাকবো।’
গল্প প্রসঙ্গে জানা যায়, পুরোপুরি কমেডিনির্ভর এটি। দেবাশীষ বিশ্বাস আরও বলেন, ‘কমেডির মাধ্যমে সিরিয়াস বিষয় ফুটিয়ে তোলা অনেক কঠিন একটা কাজ। তবে আমি সেটা করতে চাই। বাংলাদেশে এবারই প্রথম ঘরে বসে ও বিচ্ছিন্ন অবস্থায় এমন একটি বড় কাজ হচ্ছে।’

শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন দেবাশীষ নিজেই। সংগীতায়োজন করেছেন প্রীতম। আবহসংগীতে আছেন ইমন সাহা।
পরিচালক জানান, আগামীকাল (১০ মে) থেকে শুরু হবে শুটিং। আর ঈদের আগেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
বিনোদন বিভাগের সর্বশেষ
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!