X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঈদের সাতদিন বাবুর্চির বেশে জাহিদ হাসান!

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২০, ১৫:১৩আপডেট : ২১ মে ২০২০, ১৬:৩৪

দুটি দৃশ্যে জাহিদ হাসান ও আশনা হাবিব ভাবনা

ঈদে বেশ কিছু বিশেষ নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। যার সবক’টির শুটিং তিনি শেষ করেছেন লকডাউনের আগেই।

তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘দুলু বাবুর্চি’। যেখানে জাহিদ হাসান অভিনয় করেছেন দুলু নামে, হাজির হচ্ছেন বাবুর্চির বেশে।

বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।

সাগর জাহান ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে জানান, আব্দুল করিম ওরফে দুলু বিদেশ যাওয়ার আগে থেকেই গ্রামের বিয়ে-জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে স্ব-উদ্যোগে রান্নার কাজটি করতো। কেউ কেউ তখন থেকেই তাকে দুলু বাবুর্চি নামেও সম্বোধন করতো। এবার মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে সে তার পুরনো শখের কাজটিকেই পেশা হিসেবে গ্রহণ করেছে।

তবে নামের শেষে বাবুর্চি শব্দটি নিয়ে বেশ আপত্তি রয়েছে দুলুর। তার যুক্তি, সে একজন সেফ, মানে পাচক। এ নিয়ে মাঝেমধ্যে কারও কারও সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হয়।

এমন গল্প নিয়ে এগিয়ে চলা এই ঈদ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ।

এনটিভিতে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র