X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১৪ বছর পর দিতে হলো অভিনয়ের পরীক্ষা!

সুধাময় সরকার
১৮ জুন ২০২০, ০০:০৫আপডেট : ১৮ জুন ২০২০, ১৬:৩০

জাকিয়া বারী মম

২০০৬ সালে মম’র বিজয়ের গল্পটা সবারই জানা। যে বছর তিনি গোটা বাংলাদেশের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে জয় করলেন সেরা সুন্দরীর মুকুট।

এরপরের গল্পটা একটু একটু করে নিজেকে নিখাদ অভিনেত্রী হিসেবে গড়ে তোলার। টিভি নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় কাজ শুরু করেন প্রফেশনাল শিল্পী হিসেবে। এলো সফলতা। সবক্ষেত্রেই। জনপ্রিয়তা আর অর্থ তো বটেই, মিলেছে অনেক সু-অভিনয়ের স্বীকৃতিও।
অথচ বুধবার (১৭ জুন) দুপুরে জাকিয়া বারী মম জানালেন নতুন এক তথ্য। যা অনেকের কাছেই বিস্ময়কর। তিনি বললেন, ‘অভিনয় জীবনের ১৪ বছরের মাথায় এসে অভিনেত্রী হিসেবে পরীক্ষা দিলাম। তবু মনে ভয় ছিল, যদি পাস না করি! পরীক্ষাটি দিয়েছিলাম গেল মার্চে, দেশে করোনার আগুন লাগার আগে। আর ফলাফল পেলাম এই ঘরবন্দি জীবনে, মঙ্গলবার। পাস করেছি! এই নিরানন্দ সময়ে আনন্দের সংবাদ বটে।’
পরীক্ষাটি ছিল বাংলাদেশ টেলিভিশনের। রাষ্ট্রীয় এই প্রধান সম্প্রচারমাধ্যমের তালিকাভুক্ত শিল্পী হতে হলে প্রত্যেককেই পরীক্ষায় বা অডিশনে অংশ নিতে হয়। পাস করলেই মেলে শিল্পীর স্বীকৃতি। সুযোগ পাওয়া যায় বিটিভি প্রযোজিত নাটকে। তারই অংশ হিসেবে ক্যারিয়ারের ১৪ বছরের মাথায় ফের আরেকটি পরীক্ষায় অংশ নিলেন মম, করেছেন পাসও।
মম জানান, তিনি পরীক্ষা দিয়েছেন তিন জন গুণী অভিনেতার সামনে, বিটিভিতে। এরমধ্যে ছিলেন মাসুদ আলী খান, খায়রুল আনাম সবুজ ও শহীদুজ্জামান সেলিম। সঙ্গে বিটিভি’র কর্তাব্যক্তিরাও ছিলেন।


জাকিয়া বারী মম জাকিয়া বারী মম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আসলে অন্যরকম অনুভূতি। আর যাই করি না কেন, এই পরীক্ষায় পাস করে খুব খুশি খুশি লাগছে। মনে হচ্ছে অভিনেত্রী হিসেবে এতদিনে আমি আসল স্বীকৃতি পেলাম। কারণ, এখন আমি সরকারি খাতায় তালিকাভুক্ত শিল্পী। এতদিন যার কোনও রাষ্ট্রীয় দাফতরিক প্রমাণ ছিল না।’

মম একাই নন, জানা গেছে একসঙ্গে আরও বেশ ক’জন প্রতিষ্ঠিত ও পরিচিত অভিনয় শিল্পী বিটিভির তালিকাভুক্ত হয়েছেন। এরমধ্যে রয়েছেন শামীমা তুষ্টি, রওনক হাসান, সানারেই দেবী শানু, কল্যাণ কোরাইয়া, নোভা, আলিফ চৌধুরী, সুষমা সরকার, নাবিলা বিনতে ইসলাম ও মুনিয়া ইসলাম।   
এদিকে শুটিংয়ে আর কোনও বাধা না থাকলেও জাকিয়া বারী আপাতত ঘরেই থাকছেন। জানাচ্ছেন, আরও অন্তত এক মাস তিনি ঘরেই থাকতে চান। বলতে চান, ‘আগে জীবন। বাঁচলে অনেক কাজ করা যাবে। তাই নিরাপদে নিজ ঘরেই থাকতে চাই, আরও কিছু দিন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!