X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিয়াম নিজেই লিখছেন সিনেমার গল্প

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০২০, ১৪:১৩আপডেট : ১৮ জুন ২০২০, ১৭:১৪

সিয়াম।  

গত মার্চে সুন্দরবনে শুটিংয়ে গিয়ে আটকা পড়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। লঞ্চে ভাসমান দিনগুলোতে তখনই খাতা-কলম নিয়ে বসেছিলেন তিনি।

শুরু করেন সিনেমার জন্য গল্প লেখা। সেখানেই শেষ নয়, এপ্রিলের শুরুতে ঢাকায় ফিরে ইতি টানেন সেই গল্পটির। সেই রেশ এখনও চলছে। শেষ করেছেন আরও একটি গল্প।

তাই সবকিছু মিলিয়ে এবার নতুন পরিচয়ে দেখা যেতে পারে ‘দহন’-খ্যাত এ তারকাকে।
সিয়াম বলেন, ‘অনেক সময় অনেক ক্যারেক্টর মাথায় এসেছে। অনেক গল্পও ভেবেছি। সেগুলো লেখার সময় পাইনি। এখন অবসরে গল্প পড়তে গিয়েও অনেক কনসেপ্ট মাথায় আসছে। সবকিছু মিলিয়ে একটা সুন্দর গল্প দাঁড় করানোর চেষ্টা করেছি। আপাতত দুটো গল্প লিখে ফেলেছি সিনেমার জন্য।’
শুধু কি গল্প-চিত্রনাট্য, নাকি প্রযোজনায়ও দেখা যাবে তাকে- এমন জানতে চাওয়ায় এ তারকার ভাষ্য, ‘মানুষের স্বপ্নের কোনও শেষ নেই। স্বপ্ন দেখতে তো কষ্ট নেই। দেখা যাক আগামীতে কী হয়।’

গত মার্চে পরিচালক আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করেন সিয়াম আহমেদ। এতে তার সহশিল্পী পরীমনি। টানা কয়েক সপ্তাহ শুটিং করার পর করোনার কারণে এটি বন্ধ করে দিতে হয়। এর দৃশ্যধারণ হয় সুন্দরবন অঞ্চলে। এরপর টানা ২০ দিন লঞ্চে ভাসমান অবস্থায় আটকা পড়েন তারা। গত এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরে আসেন।

ছবিতে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ প্রায় ২০ শিশু। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে ছবিটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী