X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তিন বন্ধুকে নিয়ে ফেসবুক লাইভ

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৬:১৫আপডেট : ২০ জুন ২০২০, ২১:২২

সারা যাকের (বামে), মঞ্চে আলী যাকের ও আসাদুজ্জামান নূর আলী যাকের, সারা যাকের ও আসাদুজ্জামান নূর। অভিনয়ের তিন কিংবদন্তি। এর বাইরেও অন্যতম পরিচয়, তারা তিন জনই নিকট বন্ধু।

সেই তিন বন্ধু এবারই প্রথম একসঙ্গে হাজির হচ্ছেন ফেসবুক লাইভে। উদ্দেশ্য নির্মল আড্ডা। আর সেই আড্ডার সূত্রধর হিসেবে থাকছেন নির্মাতা, গীতিকবি ও স্থপতি এনামুল করিম নির্ঝর।
তিনি জানান, এক নির্ঝর কোলাবরেশনস থেকে এই আচমকা আড্ডায় তিন বন্ধু নিজেদের বাসা থেকে যুক্ত হবেন ফেসবুক লাইভে।
নির্ঝর বলেন, ‘এটা আসলে আচমকা আড্ডার মতো। তেমন কোনও পরিকল্পনা ছাড়াই হচ্ছে। আজ (২০ জুন) আনুমানিক রাত আটটা থেকে আমরা আড্ডা শুরু করতে পারবো বলে আশা করছি।’
আলী যাকের, সারা যাকের ও আসাদুজ্জামান নূর। তাদের তিন জনের প্রথম যোগসূত্র মঞ্চ। সবাই কাজ করেছেন নাগরিক নাট্যসম্প্রদায়ে। এরপর একসঙ্গে গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও।
অন্যদিকে ব্যক্তিজীবনে আলী যাকের ও সারা যাকের বন্ধুত্বের সীমানা পেরিয়ে ৪৫ বছর আগেই যুক্ত হয়েছেন সংসার জীবনে। আজ (২০ জুন) এই দম্পতির ৪৫তম বিবাহবার্ষিকী।

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু