X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভাদু গায়েনকে ভালোবেসে জরিনার আত্মহত্যা!

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০২০, ২২:৪৮আপডেট : ৩০ জুন ২০২০, ২৩:০৩

ভাদু গায়েন আসর মাত করা বাউল শিল্পী। দশ গ্রামের নামকরা এই গায়েন রাত জেগে পালা গান গেয়ে সুরের জাদুতে মুগ্ধ করে শ্রোতাদের। যার গানের প্রেমে পড়ে সব ছেড়ে সুন্দরী জরিনা ঘর বেঁধেছিল ভাদুর সঙ্গে।

টেলিছবির একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী ও মেহজাবীন চৌধুরী কিন্তু গান-পাগল ভাদু সারাক্ষণ পড়ে থাকে গান নিয়েই। মন নেই স্ত্রী-সংসারে। যে গান আর গানের মানুষকে ভালোবেসে জরিনা নিজের ঘর ছেড়েছিল, অল্পদিনের মধ্যে সেই গানকে তার সতিনের মতো মনে হতে থাকে। শুরু হয় নানা টানাপড়েন।
ঘটনা প্রবাহে জরিনা আত্মহত্যা করে। আর সেই থেকে ভাদু গায়েন আর কোনোদিন গান করেনি। মূলত এখান থেকেই শুরু হয় টেলিছবি ‘সুর সতিন’-এর আসল গল্প।
এতে ভাদু গায়েনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর তার স্ত্রী জরিনার চরিত্র করেছেন মেহজাবীন চৌধুরী।
বৃন্দাবন দাসের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন সাইদুর রহমান রাসেল। নির্মাতা জানান, টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে, ১ জুলাই বিকাল ৩টা ৫ মিনিট থেকে। এতে আরও অভিনয় করেছেন আল মনসুর, ডলি জহুর প্রমুখ।
নির্মাতা রাসেল বলেন, ‘এই টেলিছবিতে মূলত দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আমরা। একটি হলো একজন শিল্পীর হেঁয়ালি মন আর অন্যটি হলো শিল্পীর সরলতাকে নিয়ে মানুষের রাজনীতি।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!