X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভারত-চীন সংঘর্ষ নিয়ে অজয়ের সিনেমা

বিনোদন ডেস্ক
০৬ জুলাই ২০২০, ১০:৪৪আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:১৫

‘জমিন’ ছবিতে অজয় দেবগন সীমান্তে যুদ্ধ বা উত্তেজনা, যা-ই হোক না কেন, বলিউড তা বেশিরভাগ সময়ই ধরে রাখতে চেষ্টা করে। আর এবার তো ২০ শহীদের তাজা রক্ত! সেই বিষয়টি সেলুলয়েড পর্দায় তুলে আনতে এগিয়ে এসেছেন অভিনেতা অজয় দেবগন।

সম্প্রতি ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে নিহত ২০ সেনার আত্মত্যাগই হতে যাচ্ছে এ ছবির উপজীব্য।
দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, অজয় দেবগন ফিল্মস এবং সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি।
বলিউড বিশ্লেষক তারান আদর্শ এক টুইটে প্রথম খবরটি দেন। তিনি লেখেন, ‘এটা নিশ্চিত গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি নির্মাণ হচ্ছে। এখনও নাম ও চরিত্র চূড়ান্ত হয়নি। এতে ২০ জওয়ানের জীবন উৎসর্গের ঘটনা উঠে আসবে।’
এর আগে কার্গিল যুদ্ধ বা তানহাজি আনসাং ওয়ারিয়র্সের মতো সংগ্রামী যোদ্ধাদের নিয়ে ছবি করেছেন অজয়।
এবার আসছেন চলমান গালওয়ান উপত্যকার টানটান উত্তেজনা নিয়ে।
গত ১৫ জুন মধ্যরাতে সেখানে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়। এরপর থেকেই আরও ফুঁসে উঠে ভারত। এর পরপরই সেনাদের মনোবল বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গালওয়ান উপস্থিত হয়েছেন। যার অর্থ পুরো দেশ তাকিয়ে আছে এই অঞ্চলটির দিকে। এরমধ্যেই এটি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা এলো।
সূত্র: এনডিটিভি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু