X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অভিনেত্রী তারিনের বিপরীতে ইউটিউবার সালমান মুক্তাদির!

সুধাময় সরকার
০৮ জুলাই ২০২০, ১৩:৩৩আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৮:৩৯

একটি দৃশ্যে তারিন জাহান ও সালমান মুক্তাদির তারিন জাহান, দেশের প্রধান টিভি অভিনেত্রীদের একজন। যদিও শেষ ছয় বছর কমিয়েছেন কাজের সংখ্যা, বাড়িয়েছেন সোশ্যাল অ্যাকটিভিটি।

সালমান মুক্তাদির, মূলত ইউটিউবার হলেও তার পরিচিতি গড়ে উঠেছে ‘ব্যাড বয়’ হিসেবে। অভিনয় বা সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফুটিয়ে তোলার চেয়ে বিতর্কে জড়াতেই সম্ভবত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন!


চয়নিকা চৌধুরী, মাত্র ৭ দিন আগে (১ জুলাই) প্রচার হয়েছে তার নির্মাণে ৪০০তম নাটক! নিয়মিত কনটিনিউটি ব্রেকের এই মিডিয়ায় সংখ্যার বিচারে একটু অবিশ্বাস্য। নারী নির্মাতা হিসেবে বিষয়টি গর্বের। সময়ের সেরা তারকাদের নিয়ে কাজ করার কারণে নিজেকে পাদপ্রদীপের নিচেই রাখেন সবসময়।
ব্যাখ্যা দেওয়ার কারণ, তিন জনের চলমান অবস্থানই বেশ ভিন্ন। যারা এক হলেন প্রথম। করোনাকাল উপেক্ষা করে নির্মাণে যুক্ত হলেন ভিন্ন কিছু নিয়ে। ফারিয়া হোসেনের চিত্রনাট্যে তুহিন বড়ুয়ার প্রযোজনায় নাটকটির নাম ‘মেঘলা মনের মেয়ে’। যেখানে দেখা যাবে তারিন ও সালমানের অসম প্রেম। বাস্তবেও একে অপরের বয়সের ব্যবধান বেশ!
৮ জুলাই শুটিং ইউনিট থেকে চয়নিকা চৌধুরী জানালেন, তারিন ও সালমান এবারই প্রথম মুখোমুখি হলো। চলছে শেষ দিনের কাজ।
আরেকটি দৃশ্যে সালমান ও তারিন তিনি বলেন, ‘তারিনের সঙ্গে আমার কাজের সংখ্যা প্রচুর। তবু মনে হচ্ছে এটা আমাদের প্রথম কাজ। কারণ, মাঝের ছয় বছর আমরা দুজনে একহয়ে কোনও কাজ করিনি। সালমানকে নিয়েও এটা আমার ও তারিনের প্রথম কাজ। এরমধ্যে টানা ঘরবন্দি জীবন থেকে বাইরে আসা। মনে হচ্ছে, আমরা বুঝি নতুন জীবনে নতুন পৃথিবীতে আবার নতুন করে শুরু করলাম!’
আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘মেঘলা মনের মেয়ে’। যার নাম ভূমিকায় তারিন জাহান। আর প্রেমিক চরিত্রে সালমান মুক্তাদির। আরও অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ।
টানা ছয় বছর পর তারিনকে শুটিং সেটে পেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত নির্মাতা চয়নিকা চৌধুরী। আগ বাড়িয়ে বললেন, ‌‘ছয় বছর পরে হলেও সেই পুরনো তারিনকেই পেলাম নতুন করে। স্ক্রিপ্ট নিয়ে ভাবা, আলোচনা করা, রিহার্সেল করা, কেয়ার করা, সব একই আছে। এটাই হচ্ছে একজন জাতশিল্পীর ধরন।’

জানানো দরকার, চয়নিকা চৌধুরীর সঙ্গে তারিন জাহানের শেষ নাটক ছিল ‘এক পথে পা’। ২০১৪ সালের অক্টোবরে নির্মিত এই নাটকটিতে তারিনের বিপরীতে ছিলেন অপূর্ব।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!