X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

করোনায় প্রাণ হারালেন অভিনেতা-নির্মাতা স্বপন সিদ্দিকী

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৬:১০আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:২৭

স্বপন সিদ্দিকী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হলেন অভিনেতা ও নির্মাতা স্বপন সিদ্দিকী।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা 8 মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও উপস্থাপক আনজাম মাসুদ।
এর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো প্রাণ গেল দেশের কোনও অভিনেতা-নির্মাতার।
আনজাম মাসুদ জানান, বেশ কিছু দিন আগে স্বপন সিদ্দিকী করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তার আগেই পরপারে পাড়ি জমান জ্যেষ্ঠ এই সাংস্কৃতিক কর্মী।
স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়ও করতেন। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু