X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘এন্ড্রু কিশোরের নামে সড়ক নামকরণ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করবো’

রাজশাহী প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ২১:৫৪আপডেট : ১৫ জুলাই ২০২০, ২৩:১৬

‘এন্ড্রু কিশোরের নামে সড়ক নামকরণ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করবো’ বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে খ্রিস্টানদের সমাধিস্থলে এন্ড্রু কিশোরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মেয়র।
শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘গুণী এই শিল্পীর জন্যে আমাদের যা যা করণীয়, তা করা অবশ্যই উচিত। এন্ড্রু কিশোরের নামে শুধু রাজশাহী নয়, ঢাকাতেও সংগীতচর্চাসহ বিভিন্ন প্রতিষ্ঠান করা যেতে পারে। এজন্য করোনা পরিস্থিতির উন্নতি হলে আমি ঢাকায় গিয়ে সরকারের সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।’
তিনি বলেন, ‘আমি মেয়র হিসেবে রাজশাহীতে এন্ড্রু কিশোরের নামে একটি সড়কের নামকরণ ও একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করবো।’
অপর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমি ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ভাই মিলে এন্ড্রু কিশোরের রাষ্ট্রীয় পদক পাওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। এ ব্যাপারে আমাদের চেষ্টার কোনও ত্রুটি থাকবে না।’
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। আজ (১৫ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় সমাধিস্থলে সমাহিত করা হয় এই কিংবদন্তিকে।

* সমাহিত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু