X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনা রুখতে শাহরুখের দ্বারস্থ ভারতীয় পুলিশ

বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২০, ১৪:০৪আপডেট : ২০ জুলাই ২০২০, ১৭:০১

আসাম পুলিশের টুইট করোনাভাইরাস ঠেকাতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতীয় প্রশাসনকে। বিশেষ করে মানুষের অসচেতনতার কারণে এটি আরও দ্রুত ছড়াচ্ছে।
এই সমস্যা সমাধানে এবার দেশটির আসাম রাজ্য পুলিশ বলিউড কিং শাহরুখ খানের দ্বারস্থ হলো। তবে তা একটু ভিন্নভাবে।
মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে রাজ্য পুলিশ তাদের টুইটারে শাহরুখ খানের সিগনেচার একটি পোজ ব্যবহার করেছে। এবং সেটিতে তারা একটু ভিন্নতাও এনেছে। কিং খানের দুই হাত ছড়িয়ে দাঁড়ানোর সেই আইকনিক পোজের একটি ছবিতে মুখে মাস্ক পরিয়ে দুই হাতের দূরত্ব ৬ ফুট দেখিয়ে সেটি পোস্ট করা হয়েছে পুলিশের অফিসিয়াল টুইটার পেজে।
পাশাপাশি পোস্টটিতে ব্যবহার করা হয়েছে শাহরুখ অভিনীত ‘বাজিগর’ ছবির সংলাপ। সেখানে লেখা, ‘সামাজিক দূরত্ব জীবন বাঁচাতে পারে... ঠিক যেমন এসআরকে বলেন, কাভি কাভি পাস আনে কে লিয়ে কুছ দূর জানা পরতা হ্যায়... অউর দূর যাকার পাস আনে ওয়ালে কো বাজিগর কহতে হ্যায়। ৬ ফুট দূরে থেকে বাজিগর হন!’

মিম তৈরি ভারতীয় পুলিশের জন্য ‍এবারই প্রথম নয়। এর আগে হলিউড ছবি ‘এক্সট্র্যাকশন’-এ ক্রিস হেমসওয়ার্থের বাংলায় বলা সংলাপ ‘প্রমাণ দেখাও’ তারা ব্যবহার করেছে। এছাড়া এর আগে মুম্বাই পুলিশ শাহরুখ খানের ছবি ‘ম্যায় হু না’-র একটি দৃশ্য ব্যবহার করেছিল করোনা সচেতনতার প্রচারেই। সেই ছবিতে একটি দৃশ্য ছিল, যেখানে কলেজের অধ্যক্ষের থুথু ছিটানোর হাত থেকে নিজেকে বাঁচাতে পেছন দিকে বাঁকা হয়ে গিয়েছিলেন শাহরুখ। সেই দৃশ্যটি টুইট করে মুম্বাই পুলিশ লেখে, ‘শাহরুখকে আর এমন অভিনয় করতে হবে না—মাস্ক আছে না!’

সূত্র: এনডিটিভি

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা