X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সালমান শাহ স্মরণে চুক্তিবদ্ধ হলেন রোশান!

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৯

পরীমনি ও রোশান আজ, ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণে রাখতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই প্রজন্মের নায়ক রোশান।
না, সালমানকে নিয়ে নির্মিত কোনও ছবির নায়ক হচ্ছেন না রোশান। নির্মাতা ইফতেখার শুভ জানালেন, তার নির্মাণ প্রতীক্ষিত সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর জন্য এই চুক্তি। ছবিটির নায়িকা হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। রবিবার সন্ধ্যায় হলেন রোশান।
কিন্তু সালমান শাহ স্মরণে কেন রোশানের চুক্তিবদ্ধের আনুষ্ঠানিকতা! জবাবে ইফতেখার শুভ বললেন, ‘৬ সেপ্টেম্বর সালমান শাহকে স্মরণ করে চুক্তির দিনটা নির্ধারণ করেছিলাম। কারণ রোশানের ভেতর আমি সালমান শাহ-এর সকল গুণাবলী খুঁজে পাই। ভবিষ্যৎ বলে দেবে, আমার এই ধারণার ফলাফল।’
জানা গেছে, রোশান নিজেও অকাল প্রয়াত সালমান শাহের অন্ধ ভক্ত ও অনুসারী।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘লেখক’ নামে মনোনীত হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ চূড়ান্ত করেন এর নির্মাতা ইফতেখার শুভ।
শুভ বলেন, ‘চলতি বছরের শেষের দিকে শুটিং শুরুর ইচ্ছা আছে। করোনার কারণে মহরত করা সম্ভব না হলেও ট্রেলার রিলিজ বা ফার্স্টলুক প্রোগ্রাম করার ইচ্ছা আছে।’
ইফতেখার শুভর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন রোশান ব্যাচেলর ডটকম প্রডাকশনের ব্যানারে ‘মুখোশ’ নির্মিত হচ্ছে।
এর আগে টিভি পর্দার জন্য অনেক কাজ করলেও বড় পর্দার জন্য ইফতেখার শুভর প্রথম কাজ এটি। যার শুরুটাই হচ্ছে সরকারি অনুদান দিয়ে।
অন্যদিকে রোশান-পরীমনি জুটির অন্যতম ছবি ‘রক্ত’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র