X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কবির বকুলের সুরে গাইলেন লায়লা

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭

লায়লা লোকগান ঘরানার তরুণ শিল্পী লায়লা। ২০১২ সালের একটি রিয়েলিটি শো থেকে সেরার স্বীকৃতি পেয়েও গেল ৮ বছরে যিনি হেঁটেছেন ধীরলয়ে।

এরমধ্যে ‘সখি গো আমার মন ভালা না’ শিরোনামের একটি লোকগান গেয়ে বেশ জনপ্রিয়তা পান, হন সমাদৃত। চলতে থাকে দেশ-বিদেশের স্টেজ শো। এ পর্যায়ে এসে লায়লা গাইলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের সুরে একটি গান। লিখেছেন সুরকার নিজেই। জেকে মজলিসের সংগীতায়োজনে বিশেষ এই গানটির নাম ‘তোমারে আমার হইতে দিলো না’।
লায়লা জানালেন, তার ছোট্ট সংগীত ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ গান এটি। তার ভাষ্যে, ‘রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে নামার পর থেকেই এমন একজন গীতিকবির গান কণ্ঠে তোলার অপেক্ষায় ছিলাম। সেই চাওয়া মেঘ না চাইতে বৃষ্টির মতো হলো। স্যারকে আমার জন্য একটা গান লেখার অনুরোধ করি। অথচ লেখার পাশাপাশি গানটিতে সুরও দিয়েছেন তিনি। উনার কাছ থেকে এমন সুযোগ পেয়ে আমি গর্বিত।’
‘তোমারে আমার হইতে দিলো না’ গানটির ভিডিও নির্মাণ করেছেন নূর হোসেন। গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে ১০ সেপ্টেম্বর সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। এতে মডেল হয়েছেন লায়লা নিজেই।
লায়লা ও কবির বকুল লায়লার জন্য লেখা ও সুর করা প্রসঙ্গে কবির বকুল বলেন, ‌‌‘লায়লার কণ্ঠের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেন আমার স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। শুনে মুগ্ধ হই। তার কণ্ঠে মাটির গন্ধ আছে। পরে লায়লার অনুরোধে একটি গান লিখি ও সুর করি। দারুণ গেয়েছে। বাকিটা শ্রোতা-দর্শকরা ভালো বলতে পারবেন।’
প্রসঙ্গত, কবির বকুলের মূল পরিচিতি ও জাতীয় স্বীকৃতি গীতিকবি হিসেবে হলেও তিনি সুরকারও বটে। তিন দশকের সংগীত ক্যারিয়ারে অডিও এবং সিনেমার জন্য তিনি শতাধিক গানের সুর করেছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার