X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও নতুনদের নিয়ে হৃদয় খান

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২

হৃদয় খান ও ফারহানা ঐশী সংগীত জীবনের শুরু থেকেই তরুণদের নিয়ে কাজ করেছেন সংগীতশিল্পী হৃদয় খান।
ধারাবাহিকভাবে এসেছে ‘হৃদয় মিক্স’ নামের অ্যালবাম। এবার অ্যালবাম নয়, একক গানের জন্য নতুনদের নিয়ে কাজ করছেন তিনি।
সম্প্রতি তরুণ শিল্পী ফারহানা ঐশীর জন্য তৈরি করেছেন নতুন গান। নাম ‘বদলে গেছি’।
শুধু গান নয়, এটি ভিডিও আকারে প্রকাশ করবেন হৃদয়। তার এইচকে প্রডাকশনের ইউটিউব চ্যানেলের জন্য এখন চলছে এর নির্মাণ কাজ।
হৃদয় খান বললেন, ‘তরুণদের প্রতিভা তুলে ধরার জন্য যেমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, তেমনি প্রয়োজন ভালো কাজের সুযোগ। আমি অনেকদিন ধরেই নতুনদের নিয়ে কাজ করছি। যাদের অনেকে এখন দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ। তাদের মতো আরও কিছু শিল্পীকে শ্রোতাদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। এ জন্য এবার প্রাধান্য দিচ্ছি সিঙ্গেল ও ইউটিউব চ্যানেল। এতে নতুন শিল্পী যেমন তৈরি হবে, তেমন অনেকে প্রেরণা পাবেন নিজ প্রতিভা তুলে ধরার।’
জানা যায়, নতুন গানটির কথা লিখেছেন আরিফ মোতাহার ও সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজে। নতুন গায়িকা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘ফারহানা ঐশী সম্ভাবনাময় একজন শিল্পী। তার চেষ্টা আছে ভালো কিছু করে দেখানোর। এ কারণেই আমি আগ্রহী হয়েছি।  আমার বিশ্বাস, তার গাওয়া গানটি অনেকের ভালো লাগবে।’
নতুন গানের আয়োজন ছাড়াও হৃদয় বেশ কিছুদিন ধরে ব্যস্ত পরিচালনার সঙ্গে। সম্প্রতি ‘অচেনা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিও নির্মাণ করেছেন তিনি। একইসঙ্গে এ ছবির সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন ব্যস্ত আছেন ‘বদলে গেছি’ গানের ভিডিও নিয়ে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
‘ভাগ্য ভালো, আমরা তখন গল্প করছিলাম’
বাপ্পার ভবনে আগুন‘ভাগ্য ভালো, আমরা তখন গল্প করছিলাম’
পদক নিয়ে পারিবারিক কলহ, এরমধ্যেই চুরি...
পদক নিয়ে পারিবারিক কলহ, এরমধ্যেই চুরি...
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া