X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিটিভিতে প্রতিদিন প্রচার হবে সিসিমপুর

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬

বিটিভিতে প্রতিদিন প্রচার হবে সিসিমপুর শিশুদের সবচেয়ে প্রিয় টিভি অনুষ্ঠান ‘সিসিমপুর’। গেলো দুই যুগ ধরে বিটিভিসহ দেশের বেশক’টি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে এটি। যদিও সেটি সপ্তাহের নির্দিষ্ট কয়েকদিন।

শিশু দর্শকদের জন্য আনন্দের খবর হলো, সিসিমপুর এবার বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে সপ্তাহের সাতদিনই! যেমনটা আগে আর হয়নি।
আসছে ১ অক্টোবর থেকে প্রতিদিন সিসিমপুর দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। শুক্র ও শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এবং রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচার হবে শিশুদের জনপ্রিয় এই অনুষ্ঠানটি। আর প্রতিদিনই থাকবে নতুন নতুন পর্ব। যা আগে শুধু একটি পর্ব সপ্তাহে চারদিন দেখানো হতো বলে জানান অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ এটি। আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। বিটিভির মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। শুরু থেকে সিসিমপুরের পাশে রয়েছে বাংলাদেশ টেলিভিশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সপ্তাহের সাতদিনই প্রচারের সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।’
সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপের যৌথ সিদ্ধান্তে এটি কার্যকর হতে যাচ্ছে।
১৫ বছর আগে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিটিভিতে প্রচার হয়ে আসছে সিসিমপুর।
বাংলাদেশে সিসিমপুরের যাত্রা ও নির্মাণ সম্ভব হচ্ছে ইউএসএআইডি’র আর্থিক সহায়তায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!