X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পিপলস চয়েসে মনোনয়ন পেলো ‘এক্সট্র্যাকশন’

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২০, ১৬:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৮:৫৩

বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত ক্রিস হেমসওয়ার্থের ছবি ‘এক্সট্র্যাকশন’ মুক্তি পায় গত এপ্রিলে। নেটফ্লিক্সের এ প্রযোজনাটি তাদের সবচেয়ে জনপ্রিয় ছবির স্বীকৃতি এখনও ধরে রেখেছে। এখন এটি পেলো পিপলস চয়েস পুরস্কারে মনোনয়ন। বিষয়টি এক ইনস্টাগ্রাম বার্তায় খোদ ক্রিসই জানিয়েছেন।
ছবির একটি দৃশ্যে ক্রিস হেমসওয়ার্থ এতে ‘মেল মুভি স্টার অব ২০২০’ এবং ‘অ্যাকশন মুভি স্টার অব ২০২০’ ক্যাটাগরিতে নাম এসেছে ছবিটির। তাই ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ভক্তদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ভোটও চেয়েছেন তিনি।
হেমসওয়ার্থ ক্যাপশনে বিষয়টি উল্লেখ করে লেখেন, ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড আমার জন্য খুবই স্পেশাল। কারণ এটা ভক্তদের ভোটে হয়। আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। দয়া করে আমাদের ভোট করুন!’
১৫ নভেম্বর ক্যালিফোর্নিয়া থেকে লাইভে সম্প্রচার করা হবে অ্যাওয়ার্ড শো-টি। এবার ৪৪টি ক্যাটাগরিতে থাকছে পুরস্কার।
‘এক্সট্র্যাকশন’ হলো নেটফ্লিক্স অরিজিনালের এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা চলচ্চিত্র। ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর হইচই ফেলে দেয় এটি। পাশাপাশি সমালোচিতও হয়।
তবে ২০১৮ সাল থেকেই ‘এক্সট্র্যাকশন’ নিয়ে আলোচনা তুঙ্গে। কারণটা চলচ্চিত্রটির নাম ও প্রেক্ষাপট যে ছিল ‘ঢাকা’। সর্বশেষ এটি নাম রাখা হয় ‘এক্সট্র্যাকশন’।
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। এর প্রযোজক তারাই। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ। এতে আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ভারতীয় অভিনেতা রণদীপ হুদা, পঙ্কজ ত্রিপাঠি, ইরানি গোলশিফতেহ ফারাহানিসহ অনেকে। পরিচালক স্যাম হারগ্রেভ।
এতে পরামর্শক ও ভাষা কোচ হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা ও রাফায়েল আহসান।
সূত্র: ডেডলাইন

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!