X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আলজেরিয়ান মডেল নিয়ে ‘যাইমু লং ড্রাইবো’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৩:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৫:৫৮

ভিডিওতে আলজেরিয়ান মডেল মৌনা আশরাফুল পাভেলের গানের হাতেখড়ি ছোটবেলায় চাচার কাছে। এরপর সিলেটের ওস্তাদ রানা কুমার সিনহার কাছে শিখেছেন গান। ইংল্যান্ডের একটি কলেজ থেকে মিউজিক এবং মিউজিক টেকনোলজির ওপর কোর্স করে শেখেন মিউজিকের খুঁটিনাটি সব বিষয়।
কানাডায় স্থায়ী হওয়ার পর করেন সাউন্ড ডিজাইনিংয়ের ওপর আরও একটি কোর্স। এরপর মনোনিবেশ করেন গানে।
নিয়মিত শো করছেন ইউরোপ, আমেরিকার বিভিন্ন স্থানে।  
এবার এই শিল্পী শ্রোতাদের উপহার দিলেন নতুন গান ‘যাইমু লং ড্রাইবো’। গানটির কথা ও সুর করেছেন আশরাফুল পাভেল ও সাবজ। সংগীতায়োজনে ছিলেন আশরাফুল পাভেল নিজেই। গত ৩ অক্টোবর শনিবার গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।  
কানাডার মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওবাই সাম্মির। এতে আশরাফুল পাভেলের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন আলজেরিয়ান মডেল মৌনা।
‘যাইমু লং ড্রাইবো’ নিয়ে পাভেল বলেন, ‘গানটি গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা। আমি বাংলা গানকে বিশ্বমানের করার জন্য কাজ করে যাচ্ছি নিয়মিত। গানের কথা, সুর এবং সংগীতায়োজনে ভিন্নতা রয়েছে। সঙ্গে চমক হিসেবে থাকছে আলজেরিয়ান জনপ্রিয় মডেল।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ-এ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র