X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

বিশ্রামে মিলন

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৯:০১আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:০৯

মিলন শ্বাসকষ্ট নিয়ে গত ৮ অক্টোবর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। প্রয়োজনীয় চিকিৎসা শেষে গত শনিবার (১০ অক্টোবর) বাসায় ফিরেছেন তিনি।

তবে তাকে বিশ্রামে থাকতে কড়া নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ভাই সুমন।

তিনি বলেন, ‘ভাইয়া আপাতত বাসায় আছেন। আরও কিছু দিন বিশ্রামে থাকতে হবে। আমরা প্রথমে স্ট্রোক ভাবলেও আসলে তা হয়নি। তবে ওনার পেশী ফুলে গেছে। যেটার চিকিৎসা নিতে হচ্ছে।’

শ্বাসকষ্টসহ করোনার বেশ কয়েকটি উপসর্গ থাকায় এ অভিনেতার শরীরে পরীক্ষাও করা হয়েছিল। জানা যায়, এতে ফল নেগেটিভ এসেছে। আপাতত সপ্তাহ খানেকের বিশ্রাম পর তিনি কাজে ফিরতে পারবেন।

আনিসুর রহমান মিলনের অভিনয় জীবন শুরু হয় মঞ্চনাটকের মাধ্যমে। তিনি সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। এছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম