X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দেশে মুক্তি পাচ্ছে একসঙ্গে দুটি হলিউড ছবি

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৩:০২আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৩:১৭

দেশে মুক্তি পাচ্ছে একসঙ্গে দুটি হলিউড ছবি গেল চার সপ্তাহ ধরে দেশীয় কোনও নতুন ছবি মুক্তি পাচ্ছে না। সিনেমা হলগুলোতে তৈরি হয়েছে সংকট।
বিপরীতে ২০ নভেম্বর একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ছবি দু’টি হলো- ‘ফোর্স অব ন্যাচার’ ও ‘দ্য রেন্টাল’।
খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেজবাহ উদ্দিন আহমেদ। 
মাইকেল পলিশ পরিচালিত অ্যাকশন ছবি ‘ফোর্স অব ন্যাচার’-এ অভিনয় করেছেন মেল গিবসন, কেট বসওয়ার্থ, এমিলি হার্শ, ডেভিড যায়াস প্রমুখ।
অন্যদিকে ডেভ ফ্রাঙ্কো পরিচালিত থ্রিলার ছবি ‘দ্য রেন্টাল’-এ অভিনয় করেছেন ড্যান স্টিভেন্স, অ্যালিসন ব্রি, জেরেমি অ্যালেন হোয়াইট, টবি হাজসহ অনেকে।
‘ফোর্স অব ন্যাচার’ ছবিতে দেখা যাবে, ঘূর্ণিঝড় হারিকেন চলাকালীন নিরাপত্তাবাহিনী যখন একটি ভবনের লোকজনকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলো, তখন সেখানে যায় একদল ডাকাত। পুলিশ কি মানুষকে নিরাপদ আশ্রয়ে নিবে, নাকি ডাকাতদের মোকাবেলা করবে! এমনটাই দেখা যাবে পুরো ছবিজুড়ে।
অন্যদিকে ‘দ্য রেন্টাল’ ছবিতে দেখা যাবে, চার্লি ও তার স্ত্রী মিশেল, ভাই যশ এবং ব্যবসায়িক পার্টনার মিনা সাপ্তাহিক ছুটি কাটাতে সমুদ্র তীরবর্তী একটি বাড়ি ভাড়া নেয়। বিচ্ছিন্ন জায়গাটায় আশেপাশে আর কোনও বাড়ি-ঘর নেই। রহস্যের জালে ঘেরা ঐ বাড়িটিকে ঘিরে এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু