X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মমর মুখোমুখি মম!

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২১:১০আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৪:৩১

একটি দৃশ্যে মুখোমুখি দুজন মম ভুল দেখছেন না, এটাই সত্যি। একসঙ্গে দুজন জাকিয়া বারী মম; অভিনয় করছেন মুখোমুখি! যদিও দুজনের নাম ও বৈশিষ্ট্য আলাদা। একজন ঐশী অন্যজন পিয়ানা।
শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে ‘সেদিন কী ঘটেছিল?’ নামের রহস্যময় ঘরানার এই নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। শুটিং হলো ১৭ ও ১৮ নভেম্বর রাজধানীর একটি শুটিংবাড়িতে।
এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। বিভিন্ন চরিত্রে আরও আছেন সমাপ্তি মাসুক, ফখরুল বাশার, মিলি বাশার, মীর শহীদ, মনি চৌধুরী, শাকিলা আক্তার, প্রিয়াঙ্কা মনি প্রমুখ।
কাজটি প্রসঙ্গে মম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইকোলজিক্যাল নাটক এটি। এ ধরণের গল্পে আসলে অভিনয়ের সুযোগটা পাওয়া যায়। গল্পটাও ভালো। কাজটি ভালো হবে মনে হচ্ছে।’
পরিচালক দীপু হাজরা জানান, চলছে সম্পাদনা ও আবহসংগীত তৈরির কাজ। শিগগিরই এটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। সঙ্গে উন্মুক্ত হবে ইউটিউবেও।
কাজটি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘মম এখানে পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করলেন। একটি বাস্তবের চরিত্র, অন্যটি অশরীরী। বাস্তবের চরিত্রটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া। কাজটি আসলে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে তৈরি। যেখানে ভালোবাসার মোড়কে নতুন একটা রহস্যময় গল্প বলতে চেয়েছি।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র