X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

টানা তৃতীয়বারের মতো সেরা টেলর সুইফট

বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৫:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৫:৩৪

টেলর সুইফট টানা তৃতীয়বারের মতো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন টেইলর সুইফট। পাশাপাশি প্রিয় মিউজিক ভিডিও ও প্রিয় পপ-রক নারী শিল্পীর পুরস্কারও বাগিয়ে নিয়েছেন এই সংগীত তারকা।

২২ নভেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড।

এতে জাস্টিন বিবার, পোস্ট মেলোনি ও রোডি রিচিকে পেছনে ফেলে এ বছরও সেরার মুকুট পান টেলর। তবে এটি অর্জন করলেও আসরে উপস্থিত থাকতে পারেননি তিনি।

আয়োজনের জন্য তৈরি এক ভিডিও বার্তায় টেলর বলেন, ‘আমি দুঃখিত যে, এমন চমৎকার আয়োজনে হাজির হতে পারলাম না। আমি আসলে আমার পুরনো সব গান পুনরায় রেকর্ড করছি।’

মূলত টেইলর সুইফটের প্রথম ছয় অ্যালবাম প্রকাশিত হয়েছিল বিগ মেশিন লেভেল থেকে। প্রতিষ্ঠানটির মালিক স্কুটার ব্রোন চলতি মাসে এগুলোর মাস্টার রাইটস অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেন। কিন্তু বিষয়টি গ্রহণ করেননি সুইফট।

টেইলর সুইফট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্বীকার করে জানান, তিনি নতুন ক্রেতাদের সাথে কাজ করবেন না। তার চেয়ে বরং ভালো অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করা। সেই কাজটিতেই ব্যস্ত আছেন সুইফট।
সূত্র: এনবিসি নিউজ

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র