X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা নেগেটিভ হয়েও হাসপাতালে রজনীকান্ত

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ১৬:১২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:২৮

রজনীকান্ত করোনা নেগেটিভ ফল এলেও ৩ দিনের মাথায় হাসপাতালে ভর্তি হতে হলো দক্ষিণী চলচ্চিত্রের ‘ঈশ্বর’-খ্যাত রজনীকান্তকে।
টাইম অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বড়দিন (২৫ নভেম্বর) সকালে তিনি রক্তচাপের জটিলতা নিয়ে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
এর আগে টানা ১০ দিন নতুন ছবি ‘অনাথ’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রজনী। এরমধ্যে গত ২২ ডিসেম্বর ইউনিটে কোভিড টেস্ট করা হলে অন্তত ৪ জনের পজিটিভ ফল আসে। একইসঙ্গে রজনীকান্তসহ ইউনিটের বেশিরভাগ সদস্যের ফল নেগেটিভ আসে। এরপরেও তিনি নিজেকে সেলফ কোয়ারেন্টিনের মধ্যেই রেখেছিলেন।
শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস ব্রিফিংয়ে জানায়, রজনীকান্তর মধ্যে এখনও করোনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তবে তার রক্তচাপ ওঠানামা করছে ঘন ঘন। ফলে সকাল থেকে পুরো শরীর চেকআপ করা হয়েছে। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিশ্চয়ই এ সমস্যা ও সমাধান দ্রুত খুঁজে পাওয়া যাবে।
রজনীকান্ত হাসপাতালে ভর্তির খবর প্রকাশের আগেই ‘অনাথ’ প্রযোজক সান পিকসার্স এক টুইট বার্তায় জানায়, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গেলো ২২ ডিসেম্বর ইউনিটের সবার কোভিড টেস্ট করানো হয়। সেখানে ৪ জন ক্রু’র পজিটিভ ফল আসে। এরপরই আমরা ছবিটির শুটিং বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যাই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু