X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ হারালেন চিত্রগ্রাহক রাহাত

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৩:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৫২

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চিত্রগ্রাহক অনিমেষ রাহাত।

আজ (২০ জানুয়ারি) ভোরে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন সহকর্মী চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

ইসমাইল হোসেন লিটন বলেন, ‌‌‘সকালে ঘুম থেকে উঠেই রাহাতের মৃত্যুর খবরটি পেলাম। ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।’

অনিমেষ রাহাত কলকাতায় এস কে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দেশে ফিরে তিনি প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। মূলত স্টেডিক্যাম নিয়ে কাজ করতেন তিনি। বেশ কিছু চলচ্চিত্রে তিনি স্টেডিক্যাম চালিয়েছেন দক্ষতার সঙ্গে। সে তালিকায় রয়েছে ‘ডুব’, ‘গাঙচিল’, ‘মুক্তি’র মতো সিনেমা।

নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‌‘সকালে আমার বন্ধু আজাদ ফোন দিয়ে তথ্যটি দিলেন। গত ৯ আর ১০ তারিখ এফডিসিতে ৯ নাম্বার ফ্লোরে অক্লান্ত পরিশ্রম করে ‘গাংচিল’-এর শুটিং করলো ছেলেটা। এমনকি আমাদের সঙ্গে নোয়াখালীতেও গিয়েছিল। খুবই খারাপ লাগছে বিষয়টি শুনে!’

প্রখ্যাত চিত্রগ্রাহক রাশেদ জামান শোক জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঝরে গেল আরও একটি উত্তাল তারুণ্য। অসম্ভব ভদ্র এই ছেলেটি কঠিন পরিশ্রম করে নিজের চেষ্টায় ক্যামেরা সহকারী থেকে স্টেডিক্যাম অপারেটর হয়েছিল। কিছু দিন আগে এসেছিল দেখা করতে। ওর ডেমো রিল এবং স্টেডিক্যাম দেখাতে। আমাকে এই করোনাকালেও কতবার ফোন দিয়েছে, তার নানা স্বপ্ন ও ইচ্ছার কথা শোনাতে। তার পরিবারের, বন্ধুদের, সহকর্মীদের, আমাদের সবার অনেক ক্ষতি হয়ে গেলো।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা