X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নামজাদা প্রযোজক যেভাবে হলেন পরিচালক

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৪:৪৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:০৮

অভিনয় শিল্পীরা প্রযোজক হন, পরিচালকও। এটা বেশ পুরনো রীতি। তবে প্রযোজকদের ক্ষেত্রে নিয়মিত পরিচালনা বা অভিনয়ে দেখা যায় না।

দেখা গেলেও, সেটাতে থাকে শুভঙ্করের ফাঁকি! অর্থাৎ অভিনয় করলেও সেটা শখে কিংবা ক্ষমতার জোরে। আর পরিচালনা না করেও নানা কারণে প্রযোজকের নাম ব্যবহার হয় নির্মাতা হিসেবে! নিকট অতীতে তেমন ভূমিকায় দেখা গেছে জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ আর শাপলা মিডিয়ার সেলিম খানকে।

এবার সেই তালিকায় নাম লেখালেন দেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল। একটি নয়, একসঙ্গে ৩টি সিনেমা নির্মাণ ও পরিচালনার ঘোষণা দিলেন শাকিব খানের বন্ধু-খ্যাত এই আলোচিত প্রযোজক।

এগুলোর নাম ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’।

বুধবার (২০ জানুয়ারি) বিএফডিসিতে এগুলোর মহরত অনুষ্ঠান হয়। ঘোষণা হয় প্রযোজক ইকবালের পরিচালনায় নাম লেখানোর বিষয়টি। তিন ছবিতেই নায়ক হিসেবে থাকছেন রোশান। আর ‘ফাইটার’-এ তার সহশিল্পী থাকছেন শিরিন শিলা।

প্রযোজক থেকে পরিচালনায় নামা প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমি যখন প্রযোজনা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিল পরিচালনায় আসার। আমার প্রযোজনা শুরু ২০০৯-এর দিকে। তখন থেকে আমি কাজী হায়াৎ, শাহীন সুমন, জাকির হোসেন রাজু, মালেক আফসারীর মতো পরিচালকদের দিয়ে ছবি বানিয়েছি। তাদের প্রযোজনা করার সময় একটা শর্ত দিতাম, আমাকে যেন তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখা হয়। আমি এত বছর ধরে তাদের কাজ দেখে শিখেছি। ফলে পরিচালনাটা আমি প্রফেশনালি করতে চাই।’

ইকবাল তার মন্তব্যে স্পষ্ট করলেন, অন্য প্রযোজকদের মতো কাগজে-কলমে পরিচালক হতে আসেননি তিনি। একযুগ সময় নিয়ে তিনি রপ্ত করেছেন পরিচালনার কলাকৌশল, দেখেছেন নির্মাণের স্বপ্ন। এবার সেটি বাস্তবায়নের উদ্যোগ নিলেন।

শুধু প্রযোজনা আর নির্মাণই নয়, ইকবাল জানান ৩টি ছবির গল্পই নিজের লেখা! বলেন, ‘এ গল্পগুলো সব আমার নিজের লেখা। এগুলো নিয়েই পরিচালনায় আসার স্বপ্ন দেখেছি এতদিন।’

জানা যায়, ছবিগুলোর নায়িকাসহ শিল্পীদের নাম ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আর এই প্রজেক্টের প্রথম ছবি হিসেবে ‘ফাইটার’-এর শুটিং শুরু করবেন শিগগিরই।

একসঙ্গে ৩টি ছবির চুক্তি স্বাক্ষর করা প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, ‘‘ইকবাল ভাই গুলশানের এক রেস্টুরেন্টে দেখা করতে বলেন আমাকে। সেখানে তিনি ছবিগুলোর গল্প শোনান। আর বলেন, ‘রোশান, পরিচালক হিসেবে ৩টি ছবিতেই আমি নায়ক হিসেবে তোমাকেই চাই’। আমি কৃতজ্ঞ তার মতো একজন প্রযোজক আমাকে এভাবে ভেবেছেন। ৩টি ছবির গল্পই বেশ সুন্দর। এরমধ্যে ‘ফাইটার’ ও ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী আর ‘গুলশানের চামেলী’র গল্প তো অসাধারণ। এ ধরনের গল্প সচরাচর দেখা যায় না।’’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…