X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বরুণের দাওয়াতে ঠাঁই মেলেনি বচ্চন, গোবিন্দ ও অনিল পরিবারের

বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৬:১৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:১৩

আজ (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের অদূরে আলিবাগের দ্য ম্যানসন হাউসে বসছে বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা-বন্ধু নাতাশা দালালের বিয়ের আসর।

ইতোমধ্যে সবই প্রস্তুত। অতিথির আসনে থাকবেন শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকারা। তবে সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই মেলেনি বচ্চন ও গোবিন্দ পরিবারের।

‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের সময় বাবা ডেভিড ধাওয়ান ও ছেলে বরুণের সঙ্গে গোবিন্দর মনোমালিন্য হয়েছিল। দাওয়াত না করার সেটাই কারণ হিসেবে বলছে ভারতীয় মিডিয়া। ‘কুলি নম্বর ১’ ডেভিড ধাওয়ান পরিচালিত সুপারহিট ছবি। যেখানে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান গোবিন্দ।

আর বচ্চন পরিবারকে আমন্ত্রণ না করার কারণ হিসেবে এক প্রযোজকের সংশ্লিষ্টতাকে দেখছেন অনেকে।

পাশাপাশি দাওয়াত পাননি অনিল কাপুর পরিবারে কেউ-ই।

জানা যায়, করোনার কারণে নানা-ধরনের কাটছাঁট করে বিয়ের এই আয়োজনটি সাজানো হয়েছে। আমন্ত্রণপত্রেও নির্দেশনা জারি করা হয়েছে, অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার।

অতিথিদের সাফ জানানো হয়েছে, বিয়ের আসরে প্রবেশ করতে গেলে তাদের করোনার টেস্টের রিপোর্ট দেখাতে হবে। গোটা বিয়ের আসর জুড়ে থাকছে মাস্ক ও স্যানিটাইজার-এর একাধিক কাউন্টার।

বরুণের ব্যাচেলর পার্টি, ডানে নাতাশা এদিকে, বিবাহিত জীবনে প্রবেশের আগে গতরাতে (২৩ জানুয়ারি) বরুণ দিয়েছিলেন ব্যাচেলর পার্টি। আর সেখানে যাওয়ার সময় বিপত্তিতে পড়েছিলেন এই বলিউড তারকা। তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল।

তবে বড় কোনও ক্ষতি সামলাতে হয়নি তাকে। কেউই তেমন আঘাত পাননি। বরুণও অক্ষতই। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার রাতেই প্রকাশিত হয়েছে তার ব্যাচেলর পার্টির ছবিও। সেখানে বেশ মাস্তিতে ছিলেন বরুণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র