X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সুকণ্ঠী আলম আরা মিনুর সুরে...

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৩:৪৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৫:৫৩

৯০ দশকের অন্যতম কণ্ঠশিল্পী আলম আরা মিনু। এখনও তিনি গানে নিয়মিত। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু গানের সুরও করেছেন এই শিল্পী।

প্রায় এক যুগ পর মিনু আবারও হাজির হচ্ছেন সুরকার হিসেবে। সম্প্রতি তৈরি করেছেন নারী দিবসের জন্য বিশেষ গান ‘শোনো পৃথিবী শোনো’। অধরা জাহানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, কণা, ন্যানসি, নিশীতা বড়ুয়া, অবন্তী সিঁথি ও আলম আরা মিনু। সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ।

গানটিতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অর্পা ও অধরা জাহান। গানটি অবলম্বনে দীপু হাজরা নির্মাণ করেছেন একটি ভিডিও। যেখানে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী।

গানটির সুরকার-শিল্পী আলম আরা মিনু বলেন, ‘আগেও আমি বেশ কিছু গানের সুর করেছি। কিন্তু মাঝে সুর করা থেকে বিরত ছিলাম। বিশেষ এই গানটির মাধ্যমে আবারও সুরের ভুবনে যাত্রা করলাম। আশা করছি এখন থেকে নিয়মিতই গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য সুর করবো।’

গীতিকবি অধরা জাহান জানান, এটি নারী দিবস উপলক্ষে তৈরি ও প্রকাশ হলেও উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সকল নারী-পুরুষকে। তার ভাষায়, ‘পুরুষহীন নারী দিবসের অস্তিত্ব নেই।’ শুটিংয়ে শিল্পী-গীতিকবি ও সুরকার

শিল্পী আঁখি আলমগীর বলেন, ‘গানটি লেখা ও সুর করা দুজন নারীর। যে কারণে গানটির প্রতি সত্যিই এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা আছে। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। মিনু আপা অসাধারণ সুর সৃষ্টি করেছেন। আমি প্রত্যাশা করি তার এই সুর প্রতিভার চর্চা নিয়মিত হবে।’

১০ মার্চ অন্তর্জালে প্রকাশ হচ্ছে বিশেষ এই গানটি। পাশাপাশি নারী দিবসের (৮ মার্চ) পিলার সং হিসেবে এটি প্রচারের কথা রয়েছে আরটিভিতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা