X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দুই বোনের বিরুদ্ধে গল্প চুরির মামলা!

বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২১, ১৯:৫৬আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৯:৫৬

বিতর্ক যেন নিত্যসঙ্গী বলিউড তারকা কঙ্গনা রনৌতের। এবার তার বিরুদ্ধে হয়েছে ব্যতিক্রমী একটি মামলা। মেধাস্বত্ব তথা সিনেমার গল্প চুরির অভিযোগ আনা হয়েছে কঙ্গনা ও তার বোন রাঙ্গোলির বিরুদ্ধে।

কঙ্গনা প্রযোজিত-পরিচালিত নির্মাণাধীন ‘মনিকর্নিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা’ ছবিটির চিত্রনাট্য মৌলিক নয় বলে দাবি করছেন লেখক আশিস কৌর। তার অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার (১২ মার্চ) বান্দ্রার আদালত কঙ্গনার বিরুদ্ধে মামলা করতে মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছে।

২০১৯ সালে কঙ্গনার প্রযোজনা-পরিচালনায় ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ মুক্তি পেয়েছিল। সেই ছবিটি নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। পরিচালক কৃষ অভিযোগ করেছিলেন, অভিনেত্রী তার জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরে অবশ্য সেটাই হয়েছিল। সেই সময় ছবিটির সমস্ত কৃতিত্ব নিজের নামে করে নেওয়ার অভিযোগ আসে কঙ্গনার বিরুদ্ধে।

সে সিনেমার দ্বিতীয় কিস্তি হিসেবে তৈরি হচ্ছে ‘মনিকর্নিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা’। জানা গেল, যোদ্ধা দিদ্দাকে নিয়ে জীবনকাহিনি লিখেছেন আশিস। এমন সব তথ্য সেখানে ছিল, যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আশিসের দাবি, তার কাহিনি তাকে তো জানায়নি বরং অন্যের নামে সেটি সিনেমা আকারে আসছে। আর সে নামটি হলো কঙ্গনা ও তার বোন রাঙ্গোলি।

লেখকের অভিযোগ, ‘একজন সাধারণ মানুষের মেধাস্বত্ব চুরি করা হয়েছে। যিনি করেছেন, তিনি নিজে একজন বিখ্যাত, প্রভাবশালী মানুষ। কিন্তু সাধারণের জন্য পুলিশের সাহায্য নেওয়া বা কোনও পদক্ষেপ করা অতটা সহজ নয়।’

এর আগে ২০১৯ সালে কঙ্গনা ও তার বোন রাঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিনেতা-প্রযোজক আদিত্য পাঞ্চোলি ও তার স্ত্রী জরিনা ওয়াহাব। এছাড়া বলিউড তারকা হৃতিক রোশানসহ আরও কয়েকজনের মামলা ও পুলিশি অভিযোগ এই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তাধীন আছে।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র