X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চলচ্চিত্র পর্দায় এ আর রাহমান

বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২১, ১৬:১২আপডেট : ২২ মার্চ ২০২১, ১৬:৪৮

তার সুর ধরেই বহু চলচ্চিত্র মুক্তির আগেই পেয়েছে ‘হিট’ তকমা। তার গানের রেশ থেকে গেছে ছবি শেষ হওয়ার পরও। মিউজিক মায়েস্ত্রো সেই এ আর রাহমান এবার সুর-সংগীতের পাশাপাশি আসছেন পর্দাতেও।

মালায়ালাম সুপারস্টার মোহনলালের নতুন চলচ্চিত্রে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন বি. উন্নিকৃষ্ণ। এ আর রাহমানের অভিনয়ের খবরটি জানিয়েছেন মোহনলাল নিজেই। নিজেসহ এ দুজনের স্থিরচিত্র টুইট করে তিনি লিখেছেন, ‌‘এটা মিউজিক মায়েস্ত্রোর সঙ্গে বিরল ও স্মরণীয় একটি মুহূর্ত।

জানা যায়, চলচ্চিত্রটির সংগীতের কাজ করেছেন এ আর রাহমান। এর মাধ্যমে ৩০ বছর পর মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ফিরলেন তিনি। এই তারকা সর্বশেষ সেখানে ‘যোদ্ধা’ ছবির আবহসংগীত করেছিলেন। মজার বিষয় হলো, সে ছবিতেও ছিলেন মোহনলাল।

এদিকে, এ আর রাহমান সম্প্রতি শেষ করেছেন নতুন ছবি ‘আদুজীবিতম’-এর কাজ। এটি পরিচালনা করছেন ব্লেসি।

অন্যদিকে, মোহনলালকে সর্বশেষ দেখা গেছে ‘দৃশ্যম-২’-তে। জিতু জোসেফ পরিচালিত এ ছবিটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!