X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
প্রযোজকের বিরুদ্ধে নায়কের জিডি

কাঁটা চামচের আঘাতে আমি খুন হতে পারতাম: ওমর সানী

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৯:১০আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৯:৫৩

প্রযোজক ইকবালের হাতে থাকা কাঁটা চামচের আঘাতে খুন হতে পারতেন—এমন অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানী। কারণ, ২১ মার্চ রাতে অন্তত তিনবার ওমর সানীর দিকে কাঁটা চামচ হাতে তেড়ে এসেছেন ইকবাল। মুখে একাধিকবার উচ্চারণ করেছেন প্রাণনাশের!

ঢালিউডের দুই জ্যেষ্ঠ সদস্যের মধ্যে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে ২১ মার্চ রাতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের অফিসে। এই ক্লাবের বর্তমান সভাপতি ওমর সানী, প্রাক্তন সাধারণ সম্পাদক ইকবাল।

এদিন রাতে আপত্তিকর এ ঘটনার জের ধরে রাজধানীর গুলশান থানায় হাজির হয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেন ওমর সানী, যার নম্বর ১৪০৬। জিডি’র একটি কপি বাংলা ট্রিবিউনকে দিয়েছেন ওমর সানী।

বাংলাদেশ ফিল্ম ক্লাবের প্যাডে লেখা ওই অভিযোগনামায় সানী উল্লেখ করেছেন, রবিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে ক্লাবের সদস্য ইকবাল সামান্য নাশতা নিয়ে ক্লাব কর্মচারীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা শুরু করে। আমাকে গালাগাল এবং জীবননাশের হুমকি দেয়। এ পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে বাংলা ট্রিবিউনকে ওমর সানী বলেন, ‘ইকবাল সেদিন রাতে সামান্য একটি বিষয় নিয়ে যে আচরণ করেছে, তার প্রমাণ, সাক্ষী ও ভিডিও আছে আমার কাছে। ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন তখন।’

কাঁটা চামচের আঘাতে আমি খুন হতে পারতাম: ওমর সানী ঘটনার সূত্রপাত হয়, ক্লাবে ঢুকে প্রযোজক ইকবাল ডিম খেতে চেয়েছেন ক্যান্টিনে। ক্যান্টিন বয় দাম চেয়েছিল। কিন্তু দাম না দিয়ে ইকবাল ওই বিক্রেতার ওপর চড়াও হন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান ওমর সানী। এরপর তার ওপরও ক্ষেপে যান ইকবাল। সানীর ভাষ্যে, ‘‘ইকবাল তখন উত্তেজিত হয়ে আমাকে, আমার মৃত মাকে নিয়ে গালি দেয়। বলে আমার ইশারায় নাকি ক্যান্টিনের বিক্রেতা ডিমের দাম চেয়েছে!’

সানী আরও বলেন, ‘সে (ইকবাল) ওই সময় হাতে থাকা কাঁটা চামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে অন্তত তিনবার আমাকে আঘাত করার চেষ্টা করে। অন্যরা ফিরিয়েছে, নইলে সেদিনই আমি মার্ডার হতে পারতাম। আমি এখনও শঙ্কিত। সে যেকোনও মুহূর্তে আমার ক্ষতি করতে পারে। এজন্য বাধ্য হয়ে আমি রাতেই জিডি করেছি।’

এদিকে, ওমর সানী যা বলছেন তার সবই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ইকবাল। তার ভাষ্যে, ‘ফিল্ম ক্লাবের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কথা বলায় তার নামে জিডি করেছেন ওমর সানী।’

পরদিন ২২ মার্চ রাত ১১টার দিকে ফিল্ম ক্লাবের সদস্যরা জরুরি বৈঠক ডেকে সম্মিলিত সিদ্ধান্তে প্রাথমিকভাবে ছয় মাসের জন্য ইকবালের সদস্যপদ স্থগিত করা হয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা