X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হলিউডে মুক্তি পাচ্ছে ‌‘দ্য গ্রেভ’!

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৫:১১আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮:১২

নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত তার সর্বশেষ ছবি ‘দ্য গ্রেভ’ বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে নির্মাণ করেছিলেন। উদ্দেশ্য ছিল, বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ছবিটি তুলে ধরা।

করোনা পরিস্থিতি ও হল বন্ধ হয়ে যাওয়াসহ নানা কারণে নির্মাতার সেই ইচ্ছের পূর্ণতা পায়নি। অবশেষে সেটি হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এটি মুক্তি পাবে একেবারে হলিউডি কায়দায়। ‘হলিউড’ বলার ব্যাখ্যাটা নির্মাতা দিলেন এভাবে, ‘এটা অন্য বাংলাদেশি ছবির মতো চেইন বিপণনের মাধ্যমে মুক্তি পাচ্ছে না। হলিউডের ছবি যে সাধারণ বিপণন ব্যবস্থায় সেখানে প্রদর্শিত হয়, সেভাবেই এটি হবে। একেবারে অস্কার মানের ছবি হলিউডে যেভাবে মুক্তি পায় সেভাবেই এটি পাচ্ছে।’

তিনি জানান, এপ্রিলের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

গাজী রাকায়েত বলেন, ‘কয়টি হলে বা করোনায় কয়জন দেখবেন, সেটা মুখ্য নয়। একেবারে হলিউড কায়দায় যে বাংলাদেশি ছবি সেখানে প্রদর্শিত হবে- এটাই আমাকে গর্বিত করছে।’

‘দ্য গ্রেভ’-এর বাংলা নাম ‘গোর’। পরিচালনা-অভিনয়ের পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য-কাহিনিও গাজী রাকায়েতের।

ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে গাজী রাকায়েত ছাড়াও অভিনয় করেছেন— মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা, শামীমা তুষ্টি ও অর্থা প্রমুখ।

গত ডিসেম্বরে ছবিটি মুক্তি পায় দেশের একটি মাল্টিপ্লেক্সে।

এদিকে গাজী রাকায়েত এখন আইসোলেশনে আছেন কোভিড পজিটিভ হয়ে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বর আসায় ৩০ মার্চ নমুনা পরীক্ষা দিয়েছিলাম। পরদিন ফল পজিটিভ পেয়েছি। তবে ভালো বিষয় হলো, হালকা কাশি থাকলেও অন্য কোনও খারাপ লক্ষণ নেই। তাই বাসাতেই নিভৃতবাসে আছি।’

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র