X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

র‌্যাপার-অভিনেতা ডিএমএক্স আর নেই

বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ১১:১৯আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১১:৪৮

গ্র্যামি মনোনীত জনপ্রিয় মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্স আর নেই। হার্ট অ্যাটাক করে মাত্র ৫০ বছর বয়সে তিনি প্রাণ হারান।

২ এপ্রিল থেকে তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ছিলেন লাইফ সাপোর্টে। অবশেষে পরাজয় মানতে হয় এই কোটি ভক্তের প্রিয় র‌্যাপারকে। জানায় তার পরিবার।

শনিবার (১০ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে জানানো হয় একটি আনুষ্ঠানিক শোকবার্তা। সেখানে বলা হয়, ‘আমরা সত্যিই মর্মাহত পরিবারের অন্যতম ভালোবাসার মানুষটিকে হারিয়ে। আর্ল সিমন্স (ডিএমএক্স-এর মূল নাম) হোয়াইট প্লেন হসপিটালে মৃত্যুর সঙ্গে কয়েকদিন যুদ্ধ করে মারা গেল। বেঁচে থাকতেও সিমন্স ছিলো সত্যিকারের যোদ্ধা।’

এই র‌্যাপার তরুণ বয়স থেকেই মাদকাসক্ত ছিলেন বলে জানা যায়। যদিও তার মৃত্যুর কারণ মাদক ছিলো কি না, সেটি নিশ্চিত করতে পারেনি আইনজীবী ম্যুরে রিছম্যান।

ডিএমএক্স বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার করা ‘রাফ রাইডার্স’, ‘পার্টি আপ’ গানগুলো দিয়ে।

গানের সঙ্গে অভিনয় দিয়েও মুগ্ধ করেছেন এই ক্ষণজন্মা তারকা। ‘ক্রেডল টু দ্য গ্রেভ’, ‘রোমিও মাস্ট ডাই’ ও ‘এক্সিট ওউন্ডস’-এর মতো হলিউড ছবিতে ডিএমএক্স-কে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র