X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা পজিটিভ তপন চৌধুরী ও ফরিদা পারভীন

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৩:১৯আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:২৬

একসঙ্গে দুই সংগীত তারকার করোনা পজিটিভ হওয়ার খবর মিললো। এরমধ্যে তপন চৌধুরী ৯ এপ্রিল পজিটিভ রিপোর্ট হাতে পান। আগের দিন (৮ এপ্রিল) একই ফল আসে ফরিদা পারভীনের।

কিংবদন্তি দুই শিল্পী নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। চলছেন চিকিৎসকের পরামর্শে।

রবিবার (১১ এপ্রিল) তপন চৌধুরী অভিমান নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কানাডায় বেশ নিরাপদেই ছিলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে। ৫ এপ্রিল দেশে এলাম বঙ্গবন্ধু ও গানের টানে। যদিও শেষ পর্যন্ত গাওয়া আর হলো না। সেটা অনেক অপমানের কথা। সেসব আর না বলি। কারণ, জীবনে কখনও কারও কাছে কিছু চাইনি। তবে দেশে এসে করোনা পজিটিভ হয়েও আমি এতটা কষ্ট পাইনি, যতটা পেয়েছি বঙ্গবন্ধুর জন্মজয়ন্তীতে।’

কানাডা প্রবাসী তপন চৌধুরী জানান, তিনি এখন ঢাকায় এক স্বজনের বাসায় আছেন। শরীরের তেমন কোনও সমস্যা অনুভব করছেন না। সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে লালনকন্যা ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর জানান, ‘কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন আম্মা। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করা হয়। ৮ এপ্রিল পজিটিভ রিপোর্ট পাই। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় তার চিকিৎসা চলছে।’

এই দুজন ছাড়াও শোবিজ অঙ্গনকে ক্রমশ গ্রাস করছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরমধ্যে পজিটিভ হয়েছেন আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, গাজী রাকায়েত, আফসানা মিমি, রিয়াজ, চয়নিকা চৌধুরী, এস এম মোহসীন, ফরিদ আহমেদ, শ্রাবন্তীসহ অনেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা