X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বলিউডে ঢুকে পড়লেন ফ্রিদা কাহলো!

বিনোদন ডেস্ক
০১ মে ২০২১, ১৩:৫৩আপডেট : ০১ মে ২০২১, ১৬:৪৩

একে তো বাণিজ্যিক ছবি, তার ওপর আইটেম সং; এর মধ্যে ফ্রিদা কাহলো এলেন কী করে! অনর্থ ঘটুক আর যাই হোক, প্রশংসায় ভাসছেন সালমানের স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেলো ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর ‘দিল দে দিয়া’ গানে জ্যাকুলিন ফারনান্দেজের লুক ঠিক করতে অ্যাশলের একটি বড় অনুপ্রেরণার উৎস ছিল মেক্সিকোর নেটিভ ফোক আর্ট ঘরানার শিল্পী ফ্রিদা কাহলো।

জ্যাকুলিনের ‘ফ্রিদা-লুক’ দেখে সালমানও ফিদা। এনডিটিভিকে বলেছিলেন, জ্যাকুলিনের কাছ থেকে চোখই সরাতে পারছিলেন না তিনি।

পরিচালক প্রভু দেবাও নিশ্চয়ই মনে মনে ভাবছেন, যাক, আমার কথা না শুনে ভালোই করেছে অ্যাশলে। কারণ, তিনি চেয়েছিলেন জ্যাকুলিনকে ভারতীয় ধাঁচেই সাজগোজ করানো হোক। কিন্তু বাদ সাধেন অ্যাশলে। বলেন, ‘ভারতীয় পোশাক মানেই একরাশ বোঝা চাপানো। জ্যাকুলিনের জন্য আরামদায়ক একটা কস্টিউমের দরকার ছিল। কারণ, পুরো গানজুড়ে তাকে বেশ ক্ষিপ্রগতিতে নাচতে হয়েছে।’

অবশ্য লুকটা ফ্রিদার মতো হলেও পোশাক ও নাচে শ্রীদেবীকেও কিছুটা অনুসরণ করেছেন স্টাইলিস্ট রেবেলো। অনুপ্রেরণায় আরও ছিলেন ভারতীয় অভিনেত্রী ও ভারতনাট্যম বিশারদ বিজায়ান্তিমালা।

রেবেলো জানালেন, এর আগেও জ্যাকুলিনের সাজসজ্জা নিয়ে কাজ করেছেন তিনি। ‘রেস-থ্রি’তে তিনিই এ নায়িকাকে প্রথম শাড়ি পরিয়েছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র