X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
ফারিয়াদের ঈদ...

‘ঈদের দিন সকালে তাদের বাসায় যাবো’

বিনোদন রিপোর্ট
১৩ মে ২০২১, ২১:১৭আপডেট : ১৪ মে ২০২১, ০৪:০৯

গতবারের মতো এবারের ঈদেও সপ্রতাপে বহমান করোনাভাইরাস। সাধারণ মানুষের মতোই যার প্রভাব পড়েছে তারকা জীবনেও। তাই তাদের কেউ কেউ ‘সম্পূর্ণ পরিসরে’ ব্যস্ত থাকছেন পরিবার নিয়ে। এমনই মিল খুঁজে পাওয়া গেল গ্ল্যামার ইন্ডাস্ট্রির তিন ফারিয়ার মধ্যে। ছোট ও বড় পর্দার শিল্পী নুসরাত ফারিয়া, শবনম ফারিয়া ও ফারিয়া শাহরিন কথা বলেছেন তাদের ঈদ নিয়ে। এবার থাকছে মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের ঈদ পরিকল্পনার কথা-

দম ফেলার ফুসরত পাননি ফারিয়া শাহরিন। করেছেন টানা কাজ। তার ভাষায়, ১১ মে থেকে যা একটু শ্বাস-প্রশ্বাস নেওয়ার সুযোগ মিলেছে। কারণ, এদিন থেকে কাজে বিরতি নিয়েছেন।

বললেন, ‘টানা কাজ করলাম। খুবই ব্যস্ত সময় কেটেছে। এরমধ্যে আছে করোনার প্রকোপ। তাই স্বাস্থ্যবিধি মেনে খুব সাবধানে কাজ করতে হলো। আগামী ৭ দিন নিজের মতো থাকতে চাই, ঘুমাতে চাই। ১৭ মে থেকে আবার কাজে ফিরবো।’

তাহলে বাগদত্তা মাহফুজ রায়ানকে সময় দেবেন না- এমন প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল তার কাছে। কারণ ৪ বছরের প্রেমের পর গত ফেব্রুয়ারিতে আংটি-বদল করেছেন ফারিয়া-রায়ান। বাগদানের পর এবারই তাদের প্রথম ঈদ।

ফারিয়া বললেন, ‘ঈদের দিন সকালে তাদের বাসায় যাবো। যেহেতু এখন দুই পরিবার একটা সম্পর্কের দিকে এগুচ্ছে তাই নিজেদের কিছু পরিকল্পনা তো আছেই।’

রায়ান ও শাহরিন

আর উপহার?

‘না রায়ানের জন্য এখনও কিছু কিনতে পারিনি। কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সে নিজেও বিষয়টি দেখেছে, আমাকে বোঝেও। হয়তো বিশেষ উপহার দেওয়া হবে না।’

অনেক দিন পর নিয়মিত হওয়া ছোট পর্দার এ তারকা জানালেন, ঈদে ৮/৯টি নাটকে এবার দেখা যাবে তাকে। আর নিজেও ঈদের দিনটি নিজের সঙ্গেই থাকবেন। দেখবেন নিজের অভিনীত নাটকগুলো।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র