X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সচিবালয় থেকে শাহবাগ: রোজিনার জন্য নাট্যযাত্রা

বিনোদন রিপোর্ট
২০ মে ২০২১, ০০:৫৯আপডেট : ২০ মে ২০২১, ১৩:৩১

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ভিন্ন রকমের একটি নাট্যযাত্রার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট।

দলটির পক্ষ থেকে সাইফুল জার্নাল জানান, প্রাচ্যনাট ও দলটির বন্ধুরা এই আয়োজন করছে। ‘রোজিনার জন্য নাট্যযাত্রা’ শীর্ষক এই যাত্রায় ২ কিলোমিটার হাঁটবেন নাট্যকর্মীরা। ২০ মে বিকাল ৪টায় এই নাট্যযাত্রা শুরু হবে সচিবালয় থেকে, শেষ হবে শাহবাগ গিয়ে।

জার্নাল বলেন, ‘নাট্যকর্মীসহ প্রাচ্যনাটের সকল বন্ধুরা স্বাস্থ্যবিধি মেনে এই নাট্যযাত্রায় অংশ নিয়ে রোজিনার জন্য সংহতি জানাবেন বলে আমরা আশা করছি। কারণ, আমরা মনে করছি একটা অস্বস্তিকর সময় যাচ্ছে অরাজকতার হাত ধরে। রুচির স্বাস্থ্যহীনতায় ভুগছে মানুষ। তাই এই অবেলায়, আমরাও চিৎকার করতে চাই রোজিনার জন্য, চিৎকার করতে চাই দুর্নীতি বন্ধ করার জন্য।’

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ডা. মাে. শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে।

/এমএম/
সম্পর্কিত
আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকীতে ‘খোয়াবনামা’
আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুবার্ষিকীতে ‘খোয়াবনামা’
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!