কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও 'লালযাত্রা' আয়োজন করছে নাট্য সংগঠন প্রাচ্যনাট।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে হাত মিলিয়ে, কণ্ঠে দেশের গান তুলে এ আয়োজনে অংশ নেন নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ক্যাম্পাসের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত এ যাত্রা হয়।
‘একাত্তরের ২৫ মার্চ সেই কালরাতের শহীদদের স্মরণে ‘লালযাত্রা’ আয়োজন হয়েছে। “রক্তপথ-১৯৭১ সালের ২৫ মার্চ থেকে সাম্প্রতিক জুলাই গণহত্যা এবং প্যালেস্টাইনের গণহত্যার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবারের ‘লালযাত্রায়।’
২০১১ সাল থেকে রাহুল আনন্দের ভাবনা ও পরিকল্পনায় প্রাচ্যনাট ‘লালযাত্রা’র সূচনা করেছিল।
...