X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আজ থেকে অনলাইনে উন্মুক্ত ‘বিশ্বসুন্দরী’

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২১, ০২:০৪আপডেট : ০৭ জুলাই ২০২১, ০২:০৫

গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায় সিয়াম-পরীমনি জুটির আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। মহামারিকালেও ছবিটি টানা শতাধিক দিন প্রেক্ষাগৃহের পর্দায় ছিল। এখনও দেশের ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি।

ঠিক এ সময়ে প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড থেকে জানানো হলো, এবার ডিজিটাল দুনিয়াতেও অবমুক্ত হতে যাচ্ছে চয়নিকা চৌধুরীর এই ছবিটি। আজ (২১ মে) বেলা ১২টা থেকে রোজ চারটি করে শো বিশ্বের যেকোনও প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন ঘরে বসেই।

ছবিটির কাহিনি ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান জানান, অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে এটি। যা খুব সহজ উপায়ে দেখা যাবে মাত্র ২০০ টাকার বিনিময়ে। এর জন্য কোনও অ্যাপস্-এ সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না। https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। এসএমএস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে। দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যেকোনও একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘণ্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ দেখতে পারবেন।

আরও জানান, টিকিট সংগ্রহ করতে বাংলাদেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট ও বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট/ডেবিট, স্ট্রাইপ, পে পাল, মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

‘বিশ্বসুন্দরী’তে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ অনেকে।

প্রিমিয়ার শো’তে চয়নিকা চৌধুরী-পরীমনি ও সিয়াম আহমেদ-রুম্মান রশীদ খান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র