X
শনিবার, ০৮ অক্টোবর ২০২২
২২ আশ্বিন ১৪২৯

বলিউড তারকাদের ডাকনামগুলো শুনেছেন?

বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২১, ১২:৪৮আপডেট : ২৫ জুন ২০২১, ১৬:৩৪

রঙিন পর্দায় এলেই নাম বদলে যায় তারকাদের। তবে ভক্তের কাছে যে নামেই পরিচিতি পাক না কেন, বন্ধুমহল ও পরিবারের কাছে বরাদ্দ থাকে আরেকটা নাম। বলিউড তারকাদের এমনই কিছু মজার নাম জানা যাক এবার-

আলু

আলিয়া ভাটকে এখন ভক্তরা যেমন ছিমছাম দেখছেন, তরুণ বয়সে ছিলেন ঠিক তার উল্টো। টিনএজ আলিয়া ছিলেন বেশ মোটাসোটা। আর যথারীতি বন্ধুরা ডাকতো ‘আলু’ নামে। বন্ধুদের কাছে এখনও ওই নামেই পরিচিত তিনি।

মিঠু থেকে মিমি

বাবার আদরের মেয়ে প্রিয়াংকা চোপড়া। বাবা ডাকনাম দেন ‘মিঠু’। তবে প্রিয়াংকার আবার এ নাম পছন্দ হয়নি। নিজেই নিজের নাম রাখেন ‘মিমি’।

নুশকি

আনুশকা শর্মার ছোটবেলার আদরের নাম ছিল ‘নুশেশ্বর’। তবে স্বামী ক্রিকেটার বিরাট কোহলি সেই নামটাকেই ছোট করে ‘নুশকি’ ডাকেন।

পাপ্পু

বরুন ধাওয়ান তার পরিবারের কাছে ‘পাপ্পু’ নামেই পরিচিত। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই নামে ডাকতে শুনলে নিজেকে নাকি মেক্সিকান কোনও মাদক সম্রাটের মতো মনে হয়।

রেমন্ড

রণবীর কাপুরের মা নিতু কাপুর ছেলেকে ডাকেন ‘রেমন্ড’ নামে। কারণ, তার মতে, ছেলে নাকি একেবারে ‘কমপ্লিটম্যান’।

গুল্লু

বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে ছোটবেলায় তার পরিবার ‘গুল্লু’ নামে ডাকতো। এখনও কালেভদ্রে হয়তো শুনতে হয় এ নাম।

সেন্টার শক

বলিউডের উঠতি তারকা কার্তিক আরিয়ান। লকডাউনে এক ভিডিওতে জানিয়েছিলেন তার ডাকনাম ‘কোকি’। তবে চুলের জন্য তাকে অনেকে ‘সেন্টার শক’ বলেও ডাকে।

জিরাফ

বাবা অনিল কাপুর মেয়ে সোনম কাপুরকে ‘জিরাফ’ নামে ডাকেন। এ নামে ডাকার কারণ একটাই। সোনমের গলা নাকি তার গলার চেয়েও লম্বা।

সাশা

পরিবার ও বন্ধুমহলে ‘সাশা’ নামে পরিচিত শহিদ কাপুর। ভক্তরাও ইদানীং এ নামে ডাকা শুরু করেছে তাকে।

/এসএসআর/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর...
প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর...
সুসং দুর্গাপুরে মিথিলার দিনগুলো...
যে দেশ শিশুর মতো প্রকৃতির কোলে হেসে-খেলে ঘুমিয়ে পড়ে
টোকিও চলচ্চিত্র উৎসবে ফিরছে চেনা জৌলুস
টোকিও চলচ্চিত্র উৎসবে ফিরছে চেনা জৌলুস
সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা
সিনেমা মুক্তির দিনেই মারা গেলেন ‘গুডবাই’ অভিনেতা
নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী
নির্মাতা মানিককে দশে দশ দিলেন মালেক আফসারী