X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নতুন এক আরমান আলিফ

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৪:৩২আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৬:৫৬

আগুন ধরিয়ে হঠাৎ নিভে যাওয়া শিল্পীর সংখ্যা কম নয়। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ‘অপরাধী’ আরমান আলিফ। ইতিহাস গড়া ভিউ দিয়েও মাঝের লম্বা সময় তিনি ছিলেন সফলতা বা আলোচনার বাইরে।  

তবে ফিরছেন আবারও। তার ভাষ্যে, এই ঈদে তাকে পাওয়া যাবো নতুন আলোতে। ফের ধরাবেন আগুন! গানের শিরোনামও তাই ‘আগুন’। যথারীতি লেখা ও সুরের কাজটি আরমান নিজেই করেছেন। সংগীতায়োজন করেছেন সজীব। গানটির সূত্র ধরে গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম।

ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই লেজার ভিশন থেকে প্রকাশ হবে গানচিত্রটি।

আরমান আলিফ বলেন, ‘‘আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে। এবং আমাকে নতুন এক আরমান আলিফ হিসেবে দেখতে পাবেন।’’

এখন থেকে নিজের লেখা-সুরেই নিয়মিত করতে চান আরমান। বলেন, ‘সংগীতায়োজন ছাড়া নতুন গানটির সবই আমার করা। সময় নিয়ে নিজের মতো করে করেছি। মাঝে অন্যের কথা-সুরে গাইলেও এখন থেকে নিজের মতো গান করার চেষ্টা করবো।’

‘আগুন’ গানটির ভিডিওতেও দেখা যাবে আরমান আলিফকে। তার সঙ্গে মডেল হয়েছেন আলিফ খান ও অনিন্দিতা মিমি।

শুটিংয়ে শিল্পী ও দুই মডেলের সঙ্গে নির্মাতা আলম (বামে) ২০১৮ সালে ‘অপরাধী’ গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। প্রথম বাংলাদেশি কোনও বাংলা গান ইউটিউবে ১০ কোটি দর্শক ভিউয়ের রেকর্ড গড়ে। বর্তমান এই গানের ইউটিউব ভিউ প্রায় ৩১ কোটি, যা দেশীয় বাংলা গানে রেকর্ড।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...