X
সোমবার, ২৮ নভেম্বর ২০২২
১৩ অগ্রহায়ণ ১৪২৯

ঈদের দিনের আলোচিত সব নাটক-টেলিছবি-স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১৪:১৯আপডেট : ২২ জুলাই ২০২১, ০০:৩৯

ঈদে টিভি দর্শকদের জন্য বড় অনুষঙ্গ নাটক ও টেলিছবি। এবারও দেশের সব বিনোদনধর্মী চ্যানেলে থাকছে আনন্দের এই পসরা। সঙ্গে দীপ্ত টিভি হাজির হচ্ছে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। দেখে নিন এবারের ঈদে টিভি চ্যানেলগুলোর নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্যর উল্লেখযোগ্য তালিকা-

বিটিভি

নাটক- হাম্বা ডটকম (রাত ৮টা): রচনা মীর সাব্বির, প্রযোজনা সোলেমান হক। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফারজানা রিক্তা।

এটিএন বাংলা

নাটক- মন দরিয়া (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, ফারিণ।

নাটক- যুগের হুজুগে (রাত ৮টা ৫০ মিনিট): রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন।

টেলিছবি- গোলেমালে বেসামাল (রাত ১০টা ৩০ মিনিট): রচনা পারভেজ ইমাম, পরিচালনা সোহেল তালুকদার। অভিনয়ে জাহিদ হোসেন শোভন, সিদ্দিক, নাফিজা।

চ্যানেল আই

টেলিছবি- মনের আড়ালে মন (দুপুর ২টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়ে মৌ, গাজী নূর, মাসুম বাশার।

নাটক- হ্যালো শুনছেন (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা রাশাত রহমান জিকো, পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা।

নাটক- লা পেরুজের সূর্যাস্ত (রাত ৯টা ৩০ মিনিট): গল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শাহরিয়ার, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে নিরব, মারিয়া নূর। 

একুশে টেলিভিশন

নাটক- বিনা মেঘে বৃষ্টি (রাত ৮টা): রচনা সাইফুর রহমান কাজল, পরিচালনা আসাদুজ্জামান আসাদ। অভিনয়ে মনোজ প্রামাণিক, সেমন্তি সৌমী।

নাটক- তুমি আমার নও (রাত ১০টা): রচনা রাজীব আহমেদ, পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে জোভান ফারহান, সাবিলা নূর।

এনটিভি

নাটক- প্রচ্ছদ (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট): রচনা ও পরিচালনা ফরহাদ আলম। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

স্বল্পদৈর্ঘ্য ছবি সময় (রাত ৯টা): রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে শ্যামল মাওলা, নীলঞ্জনা নীলা।

নাটক- প্লাস ফোর পয়েন্ট ফাইভ (রাত ৯টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী।

নাটক- যদি কোনোদিন (রাত ১১টা): রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন।

আরটিভি

নাটক- তুলা মিন মকর (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম।

নাটক- প্রিয় আদনান (রাত ৮টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে তাহসান, সাবিলা নূর।

নাটক- মেজাজ খারাপ (রাত ৯টা ৩০ মিনিট): রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে তৌসিফ, সাফা কবির।

নাটক- কায়কোবাদ (রাত ১১টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী।

বাংলাভিশন

টেলিছবি- জবাই (দুপুর ২টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, তানিয়া বৃষ্টি।

নাটক- মজনু ভাই (বিকাল ৫টা ৫ মিনিট): পরিচালনা মিফতা। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ।

নাটক- ইমোশনাল ওয়াইফ (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট): পরিচালনা রেজওয়ানুল ইসলাম সানজিদ। অভিনয়ে জোভান, মুমতাহিনা টয়া।

নাটক- নানা বাড়ি (রাত ৯টা ৫ মিনিট): পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

নাটক- উধাও (রাত ১০টা ৪৫ মিনিট): পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা।

নাটক- ভয় করো না (রাত ১১টা ৩৫ মিনিট): পরিচালনা জাহিদ প্রীতম। অভিনয়ে তৌসিফ, ইরফান, তানহা।

মাছরাঙা

নাটক- আমার বাপের অনেক টাকা (রাত ৮টা): রচনা গোলাম সারওয়ার অনিক, পরিচালনা এম আই জুয়েল। অভিনয়ে জোভান, ফারিণ।

নাটক- অন্ধ জলছবি (রাত ৯টা ৫০ মিনিট): রচনা ইফফাত আরেফিন তন্বী, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, খায়রুল বাসার।

টেলিছবি- মামলাম্যান (রাত ১১টা ২০ মিনিট): রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মীর সাব্বির, ফারিয়া শাহরিন। 

বৈশাখী

নাটক- হাঁটা জামাই (রাত ৮টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা রহমান রনি। অভিনয়ে রাশেদ সীমান্ত, ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটক- পান সুপারি ভালোবাসা (রাত ১১টা ৫ মিনিট): রচনা হিরণ সোহেল, পরিচালনা হামিদ সোহেল। অভিনয়ে আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা।

দেশ 

ভিনাটক- বিয়ে করলেই সব ঠিক (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট): রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা সরদার রোকন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন।

চ্যানেল নাইন

নাটক- কসাই গ্যাং (রাত ৮টা): পরিচালনা মেহেদী হাসান মুকুল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম।

নাটক- সোবহান সাহেবের বড় ফ্ল্যাট (রাত ৯টা): পরিচালনা মেহেদী হৃদয়। অভিনয়ে তৌসিফ, মারজুক, ফারুক।

নাটক- পাগল হমু কেমতে (রাত ১০টা ৩০ মিনিট): পরিচালনা বর্ণনাথ। অভিনয়ে মারজুক, মুকিত, আশা।

দীপ্ত

টেলিছবি- ফিমেল (বিকাল ৪টা): পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে সানজানা সরকার রিয়া, মিশু সাব্বির, মারজুক রাসেল।

নাটক- রঙ্গিন কাগজ (সন্ধ্যা ৭টা): পরিচালনা সাইদুর ইমন। অভিনয়ে জোভান, সাফা কবির।

নাটক- ভালোবাসার বটি কাবাব (রাত ৮টা): রচনা রুম্মান রশীদ খান, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

স্বল্পদৈর্ঘ্য ছবি প্লাটফর্ম (রাত ১১টা ৫ মিনিট): রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে নাজিয়া হক অর্ষা, ইয়াশ রোহান।

স্বল্পদৈর্ঘ্য ছবি মধুচক্র (রাত ১১টা ৩০ মিনিট): পরিচালনা হাসিব আহমেদ। অভিনয়ে চমক, শাহনাজ খুশি।

স্বল্পদৈর্ঘ্য নওমহল (রাত ১১টা ৫০ মিনিট): পরিচালনা এ বি মামুন। অভিনয়ে মনোজ প্রামাণিক, রিফাত চৌধুরী।

নাটক- মেঘলা দিন (রাত ১২টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা বাবু সিদ্দিকী। অভিনয়ে অপূর্ব, সাফা কবির।

নাগরিক

নাটক- আমাদের আছে জল (রাত ৯টা): রচনা ও পরিচালনা ইফতেখার ফাহমি। অভিনয়ে তৌসিফ, জোভান, মিশু সাব্বির।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
এক ফ্রেমে দুই রণবীর!
এক ফ্রেমে দুই রণবীর!
এবার বাণিজ্যের রাজধানীতে স্টার সিনেপ্লেক্স
এবার বাণিজ্যের রাজধানীতে স্টার সিনেপ্লেক্স
যৌনপল্লির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য ‘রঙবাজার’
যৌনপল্লির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য ‘রঙবাজার’
আর্জেন্টিনার কারণে বিয়ে করা হচ্ছে না!
আর্জেন্টিনার কারণে বিয়ে করা হচ্ছে না!