X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

সিনেমার নাম ‘কাগজ’, শ্রেষ্ঠাংশে ইমন-আইরিন

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৩:৪৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:১৭

সিনেমার নাম ‘কাগজ’। ইংরেজিতে ‘দ্য পেপার’। বাংলাদেশের সিনেমার নাম হিসেবে এটি ব্যতিক্রমও বটে। এতে প্রধান দুই চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন ও আইরিন।

নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। তিনি জানান, একজন স্বনামধন্য লেখকের ফিলোসফি এবং কীভাবে সেটির মৃত্যু হয়- সেই গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। এটি নির্মাণের মূল উদ্দেশ্য বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া।

সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইমন-আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছি। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে।’

নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘কোরবানির ঈদের পরই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবো।’

এতে আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোড়া ছবি নিয়ে ফিরছেন নিশো
জোড়া ছবি নিয়ে ফিরছেন নিশো
মায়ের সুরে মেয়ের গান (ভিডিও)
মায়ের সুরে মেয়ের গান (ভিডিও)
শিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়: নাসিম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিশিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়: নাসিম
বাংলা ট্রিবিউনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি: ইমরান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি: ইমরান
বাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম