X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আলাউদ্দীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী, এলো গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৩:১৫আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৯:৫২

বাংলা গানের ভুবনের কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (৯ আগস্ট)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বছরের এই দিনে তিনি চিরবিদায় নেন। 

প্রয়াতের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। অনেকে সামাজিক হ্যান্ডেলে লিখছেন নানারকম স্মৃতিকথা। তাকে উৎসর্গ করে তার মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন তৈরি করেছেন গান।

বাবা ও মা সংগীতশিল্পী সালমা সুলতানার ৩৮ বছর আগের সৃষ্টি নতুন করে কণ্ঠে তুলেছেন এই দম্পতির যোগ্য উত্তরসূরি আলিফ। 

গানটি হলো- ‘তুমি চলে গেছো আমারে কাঁদিয়ে’। ইতোমধ্যে অনলাইনে অবমুক্ত হয়েছে এটি।

সালমা সুলতানার কণ্ঠে গানটি ১৯৮৩ সালে বিটিভি’র জন্য তৈরি করেছেন আলাউদ্দীন আলী। লিখেছেন তিনি নিজেই। 

আলিফ আলাউদ্দীন বলেন, ‘আব্বা চলে যাওয়ার এক বছর হয়ে যাচ্ছে। এদিকে মাথায় ঘুরছে এমন কী করা যায়, যাতে ওপারে থেকেও আব্বু খুশি হবেন। আম্মুও। সেই ভাবনা থেকেই আমার অসম্ভব প্রিয় এই গানটি নতুন করে গাইলাম। আমি জানি, তারাও এই গানটিকে অনেক ভালোবাসতেন।’ ছোট্ট আলিফকে নিয়ে ব্যস্ত আলাউদ্দিন-সালমা দম্পতি

জানা যায়, এতে নতুন সংগীতায়োজন করেছেন তারই স্বামী কাজী ফয়সাল আহমেদ। আলিফকে মডেল করে ভিডিওটি নির্মিত হয়েছে।
 
আলাউদ্দীন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে।
লোকজ ও ধ্রুপদি গানের সংমিশ্রণে গড়ে ওঠা তার সুর। নিজস্ব ধরন দিয়ে তিনি তা নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তার সুরে গান করে নিজেদের সমৃদ্ধ করেছেন। তার সুরারোপিত গানের মধ্যে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’, ‘হয় যদি বদনাম হোক আরও’, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।

গানের ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র