X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
শুভ জন্মদিন নায়ক ফারুক

পাঁচ মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে, অবস্থার কিছুটা উন্নতি

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৪:৫১আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৬:৫৪

আগস্ট মাসটা বিষাদের মানেন একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

আর এ কারণে ১৮ আগস্ট নিজের জন্মদিন উদযাপনে অনীহা তার। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেননি এই নায়ক।

কিন্তু ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা থেমে থাকেন না। সীমিত আকারে হলেও আয়োজনটা হয়। তবে এবারের জন্মদিনটা অন্যরকমভাবে পার হচ্ছে এই চিত্রনায়কের। কারণ,  ফারুক পাঁচ মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। বেশ দীর্ঘ সময় কোমায় ছিলেন। এরপর  জ্ঞান ফিরেছে তার। অবস্থাটা উন্নতির দিকে।

ফারুকের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘‘ফারুক ভাইয়ের অবস্থা এখন ভালোর দিকে। গল্প, কথা শোনেন। হেসে, হাত নেড়ে রেসপন্স দেন। ফারুক ভাইয়ের স্ত্রী, ভাবি বেশ আশাবাদ শোনালেন। বললেন, ‘দেইখো দ্রুতই তোমাদের ফারুক ভাইকে নিয়ে আগের মতো বিমানবন্দরে নামবো। দুই-তিন দিন আগে উনার সঙ্গে কথা হয়েছে।’’ স্ত্রীর সঙ্গে ফারুক

ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। ফারুক নামে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর ও যৌবনে তিনি খুবই দুরন্ত ছিলেন। আর ওই সময়টা কেটেছে গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ ও পুরান ঢাকায়। এখন তিনি থাকেন উত্তরায় নিজ বাড়িতে।

নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী ফারহানা ফারুক।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র