X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
পরীমণির জামিন

‘হয়তো সে এবার নিজেকে শুধরে নেবে’

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৭:২২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৭:২৮

দফায় দফায় রিমান্ড আর ২৭ দিন কারাভোগের পর অবশেষে জামিনের ঘোষণা শুনলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যা শুনে শোবিজ অঙ্গনের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পরীর গ্রেফতারের পর তাকে নিয়ে কথা বলেছেন বরেণ্য চলচ্চিত্রকার কাজী হায়াৎ। জামিনের পর বাংলা ট্রিবিউন-এর মাধ্যমে দিলেন কিছু পরামর্শ।

কাজী হায়াতের ভাষ্য, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে পরী অনেক কিছুই শিখেছে, কারাগারেও থাকতে হয়েছে। হয়তো সে এবার নিজেকে শুধরে নেবে। সুন্দরভাবে জীবন পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘পরীর সঙ্গে আমার ওভাবে পরিচয়ও নেই। আমার কোনও কাজেও সে ছিল না। তবে পরীর সম্পর্কে যতটুকু জেনেছি, ওর লাইফস্টাইলটা ভিন্ন। আমাদের দেশের বেশিরভাগ মানুষই মুসলিম। আর এটা পুরুষতান্ত্রিক সমাজ। এখানে মেয়েদের অনেক দোষত্রুটি। তাদের নিয়ে অনেক সমালোচনা হয়। পরীর বিষয়েও তাই হয়েছে। এই ক’দিনে ওর চলাফেরা, কথাবার্তা সব কিছু নিয়ে দেশের মানুষের মধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।’

এই নন্দিত নির্মাতা চান, দ্রুতই শুটিং ফ্লোরে ফিরুক নায়িকা। তার মূল মঞ্চ এটাই।

এর আগে পরীমণিকে গ্রেফতারের পর কাজী হায়াৎ বলেছিলেন, ‘আসলে পরীমণির সৌন্দর্যই তার শত্রু। এ কারণেই বেশিরভাগ মানুষ তার সান্নিধ্যে গেছেন। তারাই তাকে বিপথে ঠেলে দিয়েছেন। তারা তাকে সুন্দর পথের সন্ধান দেননি। তারা পরীমণির সৌন্দর্যকে সৃষ্টিশীল কাজে লাগাননি।’

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

পরীমণির আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই পরীমণি মুক্তি পাবে। আমরা যত দ্রুত সম্ভব পরীমণিকে কারাগার থেকে বাইরে আনার চেষ্টা করছি।

এর আগে ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!